তাহিরপুরে নৌকার প্রার্থী রনজিত সরকারের পথসভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৩, ৫:৩৩:৩০ অপরাহ্ন
তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : আওয়ামী লীগের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। আমি সুনামগঞ্জ -১ আসনে শুধুমাত্র নৌকার বাহক হয়ে এসেছি, আপনারা সেই নৌকার মালিক। তাই আসছে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে এই আসনের বিজয় সুনিশ্চিত করে দলের সভানেত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দিতে হবে।
গতকাল সোমবার দিনব্যাপী তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা একতা বাজার, শান্তিপুর, লাকমা, লালঘাট, চারাগাঁও, কলাগাঁও, বাগলি ও বাঙ্গালভিটা বাজারে সংক্ষিপ্ত পথসভায় একথা বলেন সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এডভোকেট রনজিত সরকার।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কান্তি কর এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, সহ-সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, ইকবাল হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, ইউপি চেয়ারম্যান ইউনুস আলী, সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক শাহীন রেজা, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল খয়ের, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবুল কালাম, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আপ্তাব উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষা মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ছিদ্দিকুর রহমান, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান মিয়া, তাহিরপুর উপজেলা কৃষকলীগ সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান প্রমুখ।