সিলেটে আসছেন প্রধানমন্ত্রী
আলিয়া মাদরাসা মাঠ জনসমুদ্রে পরিণত করার প্রস্তুতি আ’লীগের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৩, ৬:৪৮:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্র্টার : সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী দুই ওলির মাজার জিয়ারতের পাশাপাশি আলীয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর সিলেট আগমন ও আলীয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের প্রথম নির্বাচনী সভা জনসমুদ্রে পরিণত করতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আজ বুধবার বেলা ১১টায় নগরীর আমান উল্লাহ কনভেনশন হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সভায় সিলেট বিভাগের চার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের জনপ্রতিনিধি, নির্বাচনে নৌকার প্রার্থী, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। সভা থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হবে।
এদিকে, গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ নিরাপত্তা সংশ্লিষ্টরা সিলেট আলীয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন। এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন জানান, হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) মাজার জিয়ারত ও আওয়ামী লীগের প্রথম নির্বাচনী প্রচারণা উপলক্ষে প্রধানমন্ত্রীর সিলেট আগমনের সিদ্ধান্তে আমরা গর্বিত। দলের উৎফুল্ল নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উদগ্রীব হয়ে আছেন। আজ প্রস্তুতি সভা থেকে বিস্তারিত কর্মসূচি জানানো হবে।
এদিকে, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সম্পাদকম-লীর সদস্যবৃন্দের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় স্থানীয় একটি অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের পরিচালনায় সভায় নেতৃবৃন্দ দলের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের আগের দিন আগামী ১৯ ডিসেম্বর দুপুর ১২টায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিল বের করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, এডভোকেট সালেহ আহমেদ সেলিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান কামরান, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাহার উদ্দিন জাহাঙ্গীর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, মহিলা বিষয়ক সম্পাদক আসমা বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ হোসেন রবিন, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য তৌফিক বক্স লিপন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিন সিলেটে অনেক বার এসেছেন। সর্বশেষ ২০২২ সালের ২১ জুন বন্যা কবলিত এলাকা এবং বন্যার্ত মানুষের দুর্দশা পরিদর্শনে সিলেট এসেছিলেন তিনি।