সিলেটে আওয়ামী লীগের প্রতিনিধি সভায় জাহাঙ্গীর কবির নানক
প্রধানমন্ত্রীর ২০ ডিসেম্বরের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৩, ১১:৫৫:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ‘বিএনপি-জামায়াত নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা আমাদের বিরুদ্ধে বিশ্ব মোডলদের দাঁড় করিয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা বিশ্ব মোড়লদের ভয় না করে সাহসিকতার সাথে এগিয়ে যাচ্ছেন।’
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জাহাঙ্গীর কবির নানক। আগামী ২০ ডিসেম্বর সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিনিধি সভায় জাহাঙ্গীর কবির নানক আরো বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রথম সভা পবিত্র নগরী সিলেট থেকে শুরু করবেন। নেত্রীর ২০ ডিসেম্বরের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। প্রধানমন্ত্রীর এই জনসভাটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও আন্তর্জাতিকভাবেও খুবই গুরুত্বপূর্ণ।’
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বুধবার বেলা ১১টায় আমানউল্লাহ কনভেনশন হলে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।
জাহাঙ্গীর কবির নানক প্রধানমন্ত্রীর বক্তব্য স্মরণ করে দিয়ে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সেই নির্বাচনটি হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ। সেজন্য সকল এমপি প্রার্থীকে ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর জনসভার পরে ঝাঁপিয়ে পড়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। তিনি সকলকে সজাগ থাকার আহবান জানিয়ে বলেন, ’৭১ সালের পরাজিত শক্তি বাংলাদেশের অগ্রযাত্রাকে সহ্য করতে পারছে না। তারাই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবে। যারা তত্বাবধায়ক সরকারের কথা বলেছিল, তারা এখন চুপ হয়ে গেছে উল্লেখ করে নানক বলেন, বিএনপি-জামায়াত জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে এখন হরতাল-অবরোধ দিচ্ছে। আগুন সন্ত্রাস, মানুষকে পুঁড়িয়ে মারা, পুলিশ ভাইকে পিটিয়ে হত্যা সহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। অথচ বিএনপি-জামায়াতের এই অপকর্মের বিষয়ে মোড়লদের মুখ বন্ধ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্যই বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেজন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রীর প্রথম এই সভাকে সফল করতে সকল নেতা-কর্মীকে ঝাঁপিয়ে পড়তে হবে । শেখ হাসিনার নেতৃত্বে নৌকাকে আবারও বিজয় করতে হবে এবং চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। সমাবেশে ১০ লক্ষ লোকের সমাগম করতে হবে উল্লেখ করে তিনি বলেন, নেত্রী আসার পূর্ব পর্যন্ত প্রতিদিন আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে মিছিল ও মাইকিং করতে হবে। বর্ধিত সভা করে প্রস্তুতি নিতে হবে। তবে জনসভার সৌন্দর্য ও নিরাপত্তার স্বার্থে ব্যানার নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। সমগ্র সিলেট বিভাগের মানুষের নিকট নেত্রীর আগমনের বার্তা পৌঁছে দিতে হবে। নির্বাচনে জনগণকে উদ্বুদ্ধ করার আহবান জানিয়ে তিনি বলেন, ভোটারের বাড়িতে বাড়িতে যেতে হবে। তাদের ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে। ভোটারের উপস্থিতির মাধ্যমে মোড়লদের দেখিয়ে দিতে হবে, শেখ হাসিনার নেতৃত্বেই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই সিলেট থেকে প্রচারণা শুরু করেন। নেত্রীর এই জনসভাকে সফল করার জন্য তৃণমূল থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মীদের কাজ করতে হবে। জনসভাকে জনসমুদ্রে রুপ দিতে হবে। নৌকাকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, বিগত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে গেছে। বিএনপির আমলে বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। সেই দুর্নীতিগ্রস্ত দেশ থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রুপান্তর করেছেন শেখ হাসিনা। তাঁর ভিশনারি নেতৃত্বের কারণে তিনি দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিনামূল্যে বই বিতরণ, ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপন, শিল্পাঞ্চল গঠন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, রপ্তানী বৃদ্ধিসহ দেশের কৃষি, শিল্পসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে শেখ হাসিনার মতো ভিশনারি নেতৃত্বের কারণে। তাঁর মেধা ও দক্ষতা দিয়ে দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। বিশ্ব নেতৃবৃন্দ শেখ হাসিনাকে সমীহ করেন। তিনি ২০ ডিসেম্বরের জনসভাকে সফল করতে সকলকে নিবেদিত হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, জনসভা যেন জনসমুদ্রে পরিণত হয়। সেজন্য প্রচার-প্রচারণা সহ সকল কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এই জনসভার মাধ্যমে আপনাদেরও সাংগঠনিক কাজের দক্ষতা প্রমাণ করতে হবে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খানের সঞ্চালনায় প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সিলেট-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. একে আব্দুল মোমেন এমপি, পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এম এ মান্নান এমপি, বন ও পরিবেশমন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. শাহাব উদ্দিন আহমদ এমপি, জাতীয় সংসদের সাবেক চীপ হুইফ ও মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট আবু জাহির এমপি, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি ডেইজী সারওয়ার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুুরুল হুদা মুকুট, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাউর রহমান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব এমপি, মৌলভীবাজার-৩ আসনে জিল্লুর রহমান, সুনামগঞ্জ-১ আসনে এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-৪ আসনের ড. মুহাম্মদ সাদিক ও সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ, সিলেট বিভাগের উপজেলা পরিষদের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার মেয়রবৃন্দ, সিলেট বিভাগের সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, সিলেট মহানগর আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, পবিত্র গীতা পাঠ করেন মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্তী রনি।
প্রসঙ্গত, আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সিলেট সফরসূচি রয়েছে। প্রধানমন্ত্রী ওইদিন হযরত শাহজালাল(র.) ও হযরত শাহপরান(র.) মাজার জিয়ারত ছাড়াও সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।