নবীগঞ্জে বিএনপির ৩ নেতাকর্মী গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:০২:৫১ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলা বিএনপির মিছিল থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট বিজনার বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কুর্শি ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও ঘোলডুবা গ্রামের মৃত আব্দুর নূরের ছেলে আব্দুর রকিব (৪২), যুবদল নেতা বাউসা ইউনিয়নের ধুলচাতল গ্রামের তাজুদ মিয়ার ছেলে জুনেদ মিয়া (২২), নূর ইসলামের ছেলে তাহির মিয়া (২৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ৩৬ ঘণ্টা অবরোধের সমর্থনে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট বিজনার বাজার এলাকায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান সেফুর নেতৃত্বে মিছিল বের করা হয়। এ সময় মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী জানান, ৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিএনপির নাশকতার চেষ্টা করে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায় এবং পুলিশের উপর হামলা করে। এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে, এই ঘটনায় গ্রেফতারকৃত আব্দুর রকিব, জুনেদ মিয়া ও তাহির মিয়া জড়িত ছিলেন।