শান্তিগঞ্জে কর্মিসভায়
আওয়ামী লীগ সরকারের উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে: পরিকল্পনামন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:১১:১৫ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগ গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ। দেশের যে দিকেই আলোকপাত করা যায় শুধু উন্নয়ন আর উন্নয়ন। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।
গতকাল বুধবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কর্মিসভায় মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশে বেকারদের কর্মসংস্থান হয়। বিধবারা ভাতা পায়, মুক্তিযোদ্ধারা বিশেষ মর্যাদা পায়। অসুস্থ মানুষ চিকিৎসা পায়। বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীরা বই পায়। ভূমিহীনরা মাথা গোঁজার ঠাঁই পায়। রাস্তাঘাট-ব্রিজের উন্নয়ন হয়। এখন আমরা গ্রামকে শহরে রূপান্তরের জন্য কাজ করছি। আমরা চাই গ্রামের মানুষও শহরের মতো সুযোগ সুবিধা পাবেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী হাওরের মানুষকে ভালোবাসেন। তার হাতধরে হাওরাঞ্চলে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করছি। আরও করবো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ত্যাগের মাধ্যমে দলের সর্বস্তরের ঐক্য গড়ে তুলতে হবে। বিভাজন সৃষ্টির ষড়যন্ত্রকারীরা সুযোগ সৃষ্টি করতে পারে। কিন্তু সকলে একতাবদ্ধ থাকলে সে সুযোগ তারা পাবে না। একটি মহল আছে যারা দেশের ভালো চায় না, তারা চায় দেশ পিছিয়ে যাক। হরতাল অবরোধ করে দেশকে অস্থিতিশীল করে যারা মানুষকে কষ্ট দেয় তাদের কঠোরভাবে প্রতিহত করতে হবে।
কর্মিসভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সিনিয়র সহ-সভাপতি ও পরিকল্পনামন্ত্রীর পুত্র সাদাত মান্নান অভি, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, শহিদুল ইসলাম ও আব্দুল বাছিত সুজন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, কৃষকলীগের আহ্বায়ক ফয়েজুর রহমান প্রমুখ।
অপরদিকে, রাতে উপজেলার পাগলা শত্রুমর্দনে পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।