কাল সিলেটে যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:৪৯:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আম্বরখানা ও শেখঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন এলাকায় আগামীকাল শুক্রবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে সাট-ডাউন শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট এর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী তানভীর হায়দার এ তথ্য জানিয়েছেন।
এদিকে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট এর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানিয়েছেন কুমারগাঁও ১৩২/৩৩ গ্রীড উপকেন্দ্র সাইডের ৩৩ কেভি ব্রেকার-আইসোলেটর, ৩৩/১১ কেভি উপকেন্দ্রসমূহ, ৩৩ কেভি এবং ১১ কেভি লাইনের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।