নগরীতে মিছিল করেছে মহানগর বিএনপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:৫৬:৪২ অপরাহ্ন

বিএনপি আহুত ১১তম দফার টানা ৩৬ ঘণ্টার অবরোধের শেষ দিন গতকাল বুধবার দুপুরে নগরীর নয়াসড়ক এলাকায় মিছিল করেছে সিলেট মহানগর বিএনপি।
পরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
এ সময় তিনি বলেন, ‘নির্বাচন কমিশন জনদাবিকে উপেক্ষা করে ক্ষমতাসীনদের ফের ক্ষমতায় বসানোর নীল নকশা বাস্তবায়ন করছে। আর নির্বাচনের নামে দেশের শত শত কোটি টাকা লুটপাট করছে। এজন্য বাকশালী সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনকেও জনগণের কাছে জবাবদিহী করতে হবে। আর যেসব দালাল আওয়ামী লীগের সাথে পাতানো নির্বাচনে অংশ নেবে জাতি তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করাবে। ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের চূড়ান্ত বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিএনপি নেতা নাদির খান, শুয়াইবুর রহমান শুয়েব, সবুর আহমদ, লুৎফুর রহমান মোহন, মো. বাচ্চু মিয়া, মামুন ইবনে রাজ্জাক রাসেল, আব্দুল মালিক সেকু, রফিকুল ইসলাম রফিক, সৈয়দ রহিম আলী রাসু, আব্দুল মন্নান, সুলেমান আহমদ সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা যুবদল নেতা লিটন আহমদ, জামিল আহমদ, আলী আহমদ আলম, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, বিএনপি নেতা ফরহাদ আহমদ, ইফতেখার আহমদ পাবেল, শহীদ আহমদ কাদির, ফয়সল আহমদ, যুবদল নেতা জুয়েল আহমদ জুবেদ ও মেহরাজ ভুইয়া পলাশ প্রমূখ।- বিজ্ঞপ্তি