দোয়ারাবাজারে অবৈধভাবে মজুদ ১২০ বস্তা পেঁয়াজ জব্দ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৩, ১:০৪:১৭ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে মজুদ রাখা ১২০ বস্তা পেঁয়াজ জব্দ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে
গতকাল বুধবার দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউরা গ্রামের ব্যবসায়ী তাইজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা পেঁয়াজ জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রব্বানী চৌধুরী। এ সময় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত পেঁয়াজ স্থানীয় টিসিবি ডিলারের কাছে ২ লাখ ৪৩ হাজার টাকায় জিম্মায় দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রব্বানী চৌধুরী বলেন, অবৈধভাবে মজুদ রাখা পেঁয়াজ জব্দ করে স্থানীয় বাংলাবাজার ইউনিয়ন টিসিবি ডিলারের কাছে নিলামে বিক্রি করা হয়েছে। এগুলো ন্যায্য মূল্যে টিসিবি কার্ডধারীদের কাছে প্রকাশ্যে বিতরণ করা হবে।