দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে
সিলেটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৩, ৫:১৮:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিন¤্র শ্রদ্ধা-ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সিলেটের সর্বস্তরের মানুষ। সকালে সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
সিলেটের চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, মহানগর পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, সিলেট মহানগর আওয়ামী লীগ, মহানগর বিএনপি, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট প্রেসক্লাব, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো শহীদ মিনার, কবরস্থান ও স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, দোয়া মাহফিল, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ইত্যাদি।
পৃথক কর্মসূচিতে বক্তারা বলেন, বাঙালির সবচেয়ে বড় অহংকার এবং গৌরব মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের শেষ মুহূর্তে যখন দখলদার পাকিস্তানি বাহিনী বুঝতে পারে যে, তাদের পরাজয় অনিবার্য ; তখন তারা বাংলাদেশকে মেধাশূণ্য করতে চূড়ান্ত আঘাত হানে। স্বাধীনতার মাত্র দুই দিন পূর্বে ১৪ ডিসেম্বর বাঙালি তাঁর সূর্যসন্তান বরেণ্য শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের হারিয়েছিল। পাকিস্তানীদের দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল শামসের সদস্যরা দেশের শীর্ষ শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদদের সুপরিকল্পিতভাবে হত্যা করে। বক্তারা বলেন, বীর শহীদদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আজকের বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা নস্যাত ও অগ্রযাত্রা রোধে আজও দেশে-বিদেশে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা বুদ্ধিজীবী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দেশমাতৃকার প্রতি বীর শহীদদের এই মহান আত্মত্যাগের আদর্শ অনুসরণ করে সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেটে সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
বিভাগীয় কমিশনার : সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি। এসময় কমিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একেএকে শ্রদ্ধা নিবেদন করে সিলেট জেলা প্রশাসন, মহানগর পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারসহ সরকারি বিভিন্ন দপ্তর। পরে জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জোবায়েদুর রহমান পিপিএম-সেবা, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল ও বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ প্রমুখ।
সিলেট জেলা আওয়ামী লীগ : সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কোষাধ্যক্ষ শমসের জামাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক বেগম শামসুন্নাহার মিনু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মো: নিজাম উদ্দিন চেয়ারম্যান, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, এম কে শাফি চৌধুরী এলিম, এডভোকেট ফখরুল ইসলাম, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, গোলাপ মিয়া, ডাঃ নাজরা আহমদ চৌধুরী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা মহিলা লীগের সভাপতি এড. সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, জেলা যুব লীগের সভাপতি শামীম আহমদ ভিপি প্রমুখ।
মহানগর আওয়ামী লীগ : সিলেট মহানগর আওয়ামী লীগ গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের চৌহাট্টায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের কবর জিয়ারত করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, মোঃ সানাওর, জগদীশ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সালেহ আহমেদ সেলিম, ডাঃ আরমান আহমদ শিপলু, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান , যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ হোসেন রবিন, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী। মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ আব্দুল আহাদ চৌধুরী মিরন, মোঃ আব্দুল আজিম জুনেল, মুক্তার খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, সুদীপ দেব, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, জামাল আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, জুমাদিন আহমেদ, ইলিয়াছ আহমেদ জুয়েল, উপদেষ্টা আব্দুল মালিক সুজন, এনাম উদ্দিন, কানাই দত্ত প্রমুখ।
সিলেট সিটি কর্পোরেশন : শহীদ বুদ্ধিজীবী দিবসে নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
সিলেট মহানগর বিএনপি : সিলেট মহানগর বিএনপির উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকালে নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মহানগর মহিলা দলের সভানেত্রী নিগার সুলতানা ডেইজী, সাধারণ সম্পাদিকা ফাতেমা জামান রুজী, বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ মিলন, মির্জা বেলায়েত হোসেন লিটন, শেখ কবির আহমদ, আব্দুল হাকিম, এনামুল কুদ্দুস, মানিক মিয়া, সেলিম আহমদ সেলু, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউর রহমান রুজন, শহীদ আহমদ কাদির ও খুরশেদ আহমদ খুশু প্রমূখ।
সিলেট প্রেসক্লাব : সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি ইকরামুল কবির, সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, আব্দুল বাতিন ফয়সল, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. দুলাল হোসেন, নাজমুল কবীর পাভেল, শেখ আশরাফুল আলম নাসির, মাহবুবুর রহমান রিপন, গোলজার আহমেদ, জাবেদ আহমদ, নৌসাদ আহমেদ চৌধুরী, দিগেন সিংহ, প্রত্যুষ তালুকদার, সহযোগী সদস্য নুরুল ইসলাম, শফি আহমদ, এইচ এম শহীদুল ইসলাম প্রমুখ।
ফটো জার্নালিস্ট এসোসিয়েশন : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ সিলেটস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পল্লব ভট্টাচার্য্য, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির, আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, আনিস মাহমুদ, এসোসিয়েশনের সদস্য দুলাল হোসেন, মামুন হাসান, নাজমুল কবির পাবেল, জাবেদ আহমদ, শংকর দাস, এইচএম শহিদুল ইসলাম, ফটো সাংবাদিক রঞ্জিত সিংহ, রেজওয়ান আহমদ, রুবেল মিয়া প্রমুখ।
জেলা মহিলা আওয়ামী লীগ : সিলেট নগরীর চৌহাট্রাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগ। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাসিত, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, এ জেড রওশন জেবিন রুবা , ডাঃ নাজরা চৌধুরী,সাধারণ সম্পাদক হেলেন আহমদ, শাহেনা বেগম চৌধুরী, জাহানারা খানম মিলন, শুকরানা বেগম, লিপি রাণী বনিক, অঞ্জনা সরকার, রেনুকা দাস,হাসিনা আক্তার, নমিতা মোদক,জুমা মোদক প্রমুখ।