সিলেট প্রেসক্লাবে আলোচনা সভা
বঙ্গবন্ধুর মতো নেতা পেলে বিশ্বে অনেক দেশ স্বাধীনতা পেতো
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৩, ৪:০১:২০ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম বলেছেন, বাঙালির সৌভাগ্য যে বঙ্গবন্ধুর মত একজন নেতা পেয়েছিল, যাঁর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর মত নেতা পেলে বিশ্বে আরও অনেক দেশ স্বাধীনতা পেতো। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য সরকার ৩০ ভাগ কোটা রাখলেও মাত্র ৭ ভাগে সুবিধা পাচ্ছেন। আমলাতান্ত্রিক জটিলতায় কোটা প্রত্যাশিরা ধাপে ধাপে বিড়ম্বনার শিকার হন। খোলস পাল্টে প্রশাসনে থাকা অনেকেই তাদের অতীত রাজনৈতিক দর্শনের নিচে বড় আওয়ামী লীগার হয়ে গেছেন। অনেক প্রাণের বিনিময়ে অর্জিত এদেশকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট প্রেসক্লাব আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী।
সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর ও ইকরামুল কবির, সহসভাপতি এম এ হান্নান, সহসভাপতি আবদুল কাদের তাপাদার, সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, ক্লাব সদস্য মো. ফয়ছল আলম, এমএ মতিন, শেখ আশরাফুল আলম নাসির, আহবাব মোস্তফা খান ও গল্পকার সেলিম আউয়াল। সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সদস্য মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ফটো সাংবাদিক তকুল রানা প্রমুখ।