২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হবে
সুনামগঞ্জের হাওরে বাঁধের কাজ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৩, ৪:৩৩:৩০ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জ জেলার হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের কাজ বিশ্বম্ভরপুরের হাওরে উদ্বোধন করলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। গতকাল শুক্রবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের ৯নং পিআইসিতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কোদাল দিয়ে মাটি কেটে বাঁধের কাজ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমানের তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেওয়ান তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. রেজাউল করিম, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো, ফারুক আহমদ ও মো. মিলন মিয়া, উপজেলা কমিটির সদস্য সচিব পাউবোর উপ-সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া, উপজেলা এলজিডি প্রকৌশলী মো. একরামুল সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক বিন্দু তালুকদার, উপজেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির মৃধা প্রমুখ।
বাঁধ নির্মাণ কাজের উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, ১৫ ডিসেম্বর সংশোধিত কাবিটা নীতিমালা অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে হাওরের ডুবন্ত বাঁধের ভাঙ্গন/বন্ধ করণ ও মেরামত কাজে সুনামগঞ্জ জেলার হাওরের বাঁধের কাজ উদ্বোধন করা হলো। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করা হবে। তিনি হাওর এলাকার কৃষকের সোনার ফসল রক্ষায় নীতিমালা অনুযায়ী বাঁধের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।