সিলেট ও কুলাউড়ায় দুই নারীর অস্বাভাবিক মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৩, ৪:৫৫:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট ও কুলাউড়ায় দুই নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শাহপরাণ থানাধীন ইসলামাবাদ এলাকার কুমারগাঁও থেকে উদ্ধার হয়েছে গৃহবধূর লাশ এবং কুলাউড়া পৌর এলাকা থেকে উদ্ধার হয়েছে কিশোরীর লাশ।
শাহপরাণ থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ইসলামাবাদ এলাকার কুমারগাঁওয়ে গৃহবধূর স্বামীর বাড়ি থেকে রিপা বিশ্বাস (২০) এর লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ কুমরাগাঁওয়ের গোপালের স্ত্রী। পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে স্বামীর সঙ্গ কলহের জেরে রিপা আত্মহত্যা করেছে।
শাহপরাণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের উদ্দেশ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, কুলাউড়া পৌরসভার লস্করপুরে মা-বাবার সঙ্গে অভিমান করে নাইমা নামে ১২ বছরের এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। লস্করপুর এলাকার আছকির আলীর মেয়ে নাইমা গত বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে বিষপান করে। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। গতকাল শুক্রবার দুপুরে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, নাইমার লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।