স্মরণসভায় বক্তারা
‘আব্দুল বাছির কোম্পানীগঞ্জকে সমৃদ্ধির পথে নিতে সক্রিয় ছিলেন’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৩, ৫:০৮:৫২ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সালিশ ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব আব্দুল বাছিরের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পাড়ুয়া আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজে স্মরণ সভার আয়োজন করা হয়। পাড়ুয়া কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ স্মরণ সভার আয়োজন করে। স্মরণ সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ও উপজেলার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় আব্দুল বাছির চেয়ারম্যানের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, আব্দুল বাছির কোম্পানীগঞ্জ উপজেলাকে সমৃদ্ধির পথে, প্রগতির পথে নিয়ে যাওয়ার জন্য সদা সক্রিয় ছিলেন। তিনি মানবতার জয়ধ্বনি করেছেন। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হাছিবের সভাপতিত্বে ও সাংবাদিক আকবর রেদওয়ান মনার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন এডভোকেট মো: আজমল আলী।
বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালিক, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবুল খায়ের, এডভোকেট আপ্তাব উদ্দিন, প্রাক্তন মেম্বার এখলাছুর রহমান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জাফর দুলন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মদরিছ আলী, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাসুম আহমদ, আফজল হোসেন, আমিনুল ইসলাম হামীম, সাইফুল ইসলাম, রুপন আহমদ, মেম্বার লিটন আহমদ, সাদাপাথর ফটোগ্রাফি ক্লাবের সভাপতি ফারুক আহমদ, ফজল আহমদ প্রমুখ। শেষে মরহুম আব্দুল বাছিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন পাড়ুয়া বদিকোনা জামে মসজিদের ইমাম ও খতিব শফিকুল হক।