সিলেটে মহান বিজয় দিবস পালিত
সকল বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৩, ৪:৩২:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সারাদেশের মতো সিলেটেও পালিত হয়েছে বাঙালির চিরদিনের গৌরব, আত্মদানে মহিমান্বিত মহান বিজয় দিবস। যেসব বীর সন্তানের প্রাণের বিনিময়ে আজকের পতাকা ও মানচিত্র এসেছে, তাঁদের শ্রদ্ধা জানানোর জন্য সকাল থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। তারা পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন। এক পর্যায়ে ফুলে ফুলে ভরে উঠে শহীদ মিনারের পুরো বেদী। প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন অত্যন্ত সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া, দিনব্যাপী সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয় সিলেটজুড়ে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে আসা সকল বয়েসী মানুষ শত বাধার মধ্যে সাম্প্রদায়িক অপশক্তিকে উৎখাত, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিসহ সকল বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।
মহানগর আওয়ামী লীগ : মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন ও র্যালি করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ। গত শনিবার সকাল ১০টায় বন্দরবাজার কোর্ট পয়েন্টে জমায়েত হয়ে র্যালি সহকারে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেনের নেতৃত্বে র্যালি ও শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. সানাওর, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট গোলাম সোবহান চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান কামরান, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাহার উদ্দিন জাহাঙ্গীর, মহিলা বিষয়ক সম্পাদক আসমা বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ হোসেন রবিন, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্যবৃন্দ আজম খান, আব্দুল আহাদ চৌধুরী মিরন, মো. আব্দুল আজিম জুনেল, নুরুন নেছা হেনা, মুক্তার খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, রাহাত তরফদার, এমরুল হাসান, সুদীপ দেব, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, রোকসানা পারভীন, তৌফিক বক্স লিপন, জামাল আহমদ চৌধুরী, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, জুমাদিন আহমেদ, ইলিয়াছ আহমেদ জুয়েল, সম্মানিত জাতীয় পরিষদ সদস্য এডভোকেট রাজ উদ্দিন, উপদেষ্টা এনাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার খোকা বাবু, কানাই দত্ত। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিবৃন্দের মধ্যে আব্দুর রব হাজারী, মুহিবুর রহমান ছাবু, সালউদ্দিন বক্স সালাই, রোকন আহমদ, আনোয়ার হোসেন আনার, সাজোয়ান আহমদ, দিলোয়ার হোসেন রাজা, মো. ছয়েফ খাঁন ও সাধারণ সম্পাদবৃন্দ সৈয়দ আনোয়ারুস সাদাত, তাজ আহমদ লিটন, সোয়েব বাসিত, এম.এ খান শাহীন, জাহিদুল হোসেন মাসুদ, জায়েদ আহমেদ খাঁন সায়েক, মো. বদরুল ইসলাম বদর, মানিক মিয়া, এডভোকেট বিজয় কুমার দেব বুলু, আহমেদ হান্নান, মইনুল ইসলাম মঈন, ফজলে রাব্বি মাসুম, শেখ সোহেল আহমদ কবির, সেলিম আহমদ সেমিম, মো: বদরুল ইসলামসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।
জেলা আওয়ামী লীগ : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। ১৬ ডিসেম্বর সকাল ১১টায় সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামালের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, জেলা তাতীলীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস। সভা শুরুতই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট মো. নিজাম উদ্দিন, এডভোকেট শাহ মো. মোসাহিদ আলী, নাজনীন হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ হীরা, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, উপ-দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা কয়েস চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, জাকির হোসেন, এডভোকেট ফখরুল ইসলাম, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, জাহাঙ্গীর আলম, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, গোলাপ মিয়া ডা. নাজরা আহমদ চৌধুরী প্রমুখ। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক। আলোচনা সভার আগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মহানগর বিএনপি : মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে শনিবার সকালে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়। র্যালিটি চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের চৌহাট্টায় গিয়ে সমাপ্ত হয়। এছাড়াও মহানগর বিএনপির উদ্যোগে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। র্যালী পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। র্যালীতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, মহানগর মহিলা দলের সভানেত্রী নিগার সুলতানা ডেইজী ও সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজী, বিএনপি নেতা সাদিকুর রহমান সাদিক, নাদির খান, নাজিম উদ্দিন, মঞ্জুরুল হাসান মঞ্জু, শুয়াইবুর রহমান শুয়েব, খায়ের আহমদ খায়ের, মফিজুর রহমান জুবেদ, আব্দুল মালিক সেকু, রফিকুল ইসলাম রফিক, আব্দুল মান্নান, রুবেল, আব্দুল ওয়াহিদ সুহেল, সালেক খান, ইফতেখার আহমদ পাবেল, এম মখলিছ খান, কয়েস আহমদ সাগর, আব্দুল মুমিন, শুয়েব আহমদ, লোকমান আহমদ, শহীদুল হোসেন কাদির, মহানগর যুবদল নেতৃবৃন্দের মধ্যে থেকে তোফাজ্জল হোসেন বেলাল, সাহেল রহমান, আরজু, ফিরুজ আহমদ, রিপন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মামুন ইবনে রাজ্জাক রুমেল ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আবু আহমেদ আনসারী, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ হোসাইন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান, দপ্তর সম্পাদক সানি, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, ছাত্রদল নেতা সুমন আহমেদ, মাহমুদুল হাসান সাগর, ফাহিম আহমেদ, আনাস মাহফুজ, সামসুল ইসলাম ফয়সাল, জিলানী আহমদ জিলা, বাবুল হোসেন বাবুল, শাহিন আহমদ ও কামরান আহমদ সামি প্রমুখ।
সিলেট সিটি কর্পোরেশন : মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে নগর ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।পরে নগর ভবন চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে কাউন্সিলর কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিসিকের প্যানেল মেয়র, কাউন্সিলর মখলিছুর রহমান কামরান,আবুল কালাম আজাদ লায়েক, শেখ তোফায়েল আহমদ শেপুল, শান্তনু দত্ত শন্তু, রাশেদ আহমদ, এসএম শওকত আমিন তৌহিদ, জয়নাল আবেদীন, হিরন মাহমুদ নিপু, মতিউর রহমান, মহিলা কাউন্সিলর শারমিন আক্তার রুমি, হাজেরা বেগম, ছমিরুন নেছা, সিসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ফাহিমা ইয়াসমিন, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ সিলেট সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আরিফুল হক চৌধুরী : মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সদ্য বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে শনিবার সিলেট বিএনপি নেতৃবৃন্দসহ বিজয় র্যালি করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন। এতে অংশ নেন বিএনপি’র কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপি’র উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল আহমদ তাপাদার, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রিসারত আজিম হক আদনান, শ্রমিক দল মহানগর সাবেক সভাপতি ইউনুস আহমদ, জালাল খান, আকবর হোসেন, মহানগর বিএনপি’র সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খালেদুর রশীদ ঝলক, জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল সামাদ তোহেল, চেয়ারম্যান আহমেদ জিলু, জসিম উদ্দিন, আলতাফ হোসেন বিলাল, রুম্মান আহমদ, তসির আলী, দিলাল আহমদ, এম জহুরুল ইসলাম মখর, আব্দুল্লাহ আল মামুন সামন, ইকরাম হোসেন, ইনতেজার আলী, মদন মোহন কলেজ ছাত্রদলের আহবায়ক আফজল হোসেন, শ্রমিক দলের আব্দুল মুকিত, ফয়ছল আহমেদ টিপু, আরাফাত হোসেন, ইমরান হোসেন, রায়হান আহমদ, আনিয়ান খান সজীব প্রমুখ।
জালালাবাদ গ্যাস: জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড-এর প্রধান কার্যালয়ে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সাথে মহান বিজয় দিবস উদযাপন করা হয়।
এ উপলক্ষে কোম্পানির গ্যাস ভবন চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী। জাতীয় পতাকা উত্তোলন শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এবং প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল-এ পুষ্পস্তবক অর্পণ করেন জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মনজুর আহমদ চৌধুরী। এসময় কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ, উপমহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস কর্মচারিলীগ (সিবিএ) এর নেতৃবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ আব্দুল্লাহ। আলোচনা সভায় বক্তব্য রাখেন-অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী বলেন, বাঙ্গালী জাতির মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী ও সুদুর প্রসারী চিন্তা চেতনার ফসল আমাদের এই সবুজ শ্যামল সোনার বাংলাদেশ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস কর্মচারি লীগ (সিবিএ) এর নেতৃবৃন্দ। মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে বিকাল ২ টা ৪৫ মিনিট হতে জালালাবাদ গ্যাসের নিজস্ব অডিটোরিয়ামে কোম্পানিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ছেলে মেয়েদের সমন্বয়ে শিশু কিশোরদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহান বিজয় দিবসের অনুষ্ঠানে কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং তাদের পোষ্যগণ উপস্থিত ছিলেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ইউসেপ : যথাযোগ্য মর্যাদা ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ইউসেপ বাংলাদেশের সিলেট অঞ্চলে সকল শিক্ষার্থীদের অংশ গ্রহণে ৫২তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টিভি ইনস্টিটিউট ও ৩টি টেকনিক্যাল স্কুলে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, আনন্দ র্যালী, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, যেমন খুশী তেমন সাজ, দেশাত্মবোধক গান ও নাচের আয়োজন করা হয়। ইউসেপ সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ কাইউম মোল্লা’র সভাপতিত্বে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, এক্সপ্লোশন ইনচার্জ (৫নং সেক্টর, ডাউকি সীমান্ত), সিলেট চেম্বার অব কমার্স এর সদস্য সোলায়মান আহমেদসহ ইউসেপ সিলেট অঞ্চলের সকল কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থী।