চিরনিদ্রায় শায়িত এমসি কলেজের সাবেক অধ্যক্ষ সালেহ আহমদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৩, ৪:৫১:৩১ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি: সিলেটের এমসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার দুপুরে নিজ গ্রাম সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদ্রাসায় জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ভাই মাওলানা সিদ্দিক আহমদ হাসনু।
জানাজার পূর্বে তাঁর জীবনী নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন এমসি কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ আবুল কাশেম, মাওলানা রেজওয়ান আহমদ প্রমুখ।
এর আগে তিনি শনিবার রাত ৯টার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যানসারসহ নানা রোগে ভুগছিলেন। গুণী এই শিক্ষাবিদের মৃত্যুতে সিলেটসহ তাঁর নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রফেসর মো. সালেহ আহমদ ছিলেন সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের ৪৮তম অধ্যক্ষ। তিনি এমসি কলেজে পড়ালেখা করেছেন এবং সেখানে তাঁর বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষ করেন। তিনি ১৯৬৩ সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৩ সালে চতুর্দশ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন। মুরারিচাঁদ কলেজসহ বাংলাদেশের নামকরা অনেক কলেজে তিনি কর্মরত ছিলেন। পরে তিনি মুরারিচাঁদ কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করে ২০২২ সালের ২৪শে আগস্ট তিনি অবসরে যান।
বাকবিশিস’র শোক ॥ অধ্যক্ষ মো. সালেহ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখা। সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, সিলেট বিভাগীয় শাখার সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম, সিলেট জেলা শাখার সভাপতি অধ্যাপক অজয় কুমার রায়, মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ মো. আবিদুর রহমান, জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক ছাব্বির আহমদ ও মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক জান্নাত আরা খান পান্না, মহানগর শাখার সহ-সভাপতি অধ্যাপক সাখাওয়াত হোসেন আজাদ, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সম্পাদক অধ্যাপক কাসমির রেজা, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শিক্ষক ফারুক আহমদ এক শোকবার্তায় বলেন, অধ্যাপক মো. সালেহ আহমদ ছিলেন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
সুনামগঞ্জ সমিতির শোক ॥ অধ্যক্ষ মো. সালেহ আহমদের মৃত্যুতে অনুরুপ বার্তায় শোক প্রকাশ করেছেন সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির সভাপতি মো. নাসিম হোসাইন সভাপতি এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহমেদ।