লিডিং ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৩, ১:৩৭:৩২ অপরাহ্ন
ডাক ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে লিডিং ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ করা হয়েছে। ইনটেক্স রিসার্চ ল্যাব এবং আইইইই কম্পিউটার সোসাইটি লিডিং ইউনিভার্সিটি এসবি চ্যাপ্টারের উদ্যোগে ১৬ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে শহীদ মিনারের সামনে একটি নিমগাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী।
এসময় লিডিং ইউনিভার্সিটির আইইইই কম্পিউটার সোসাইটির উপদেষ্টা মো. সাইদুর রহমান কোহিনুরের আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, ট্রেজারার বনমালী ভৌমিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং ইনটেক্স রিসার্চ ল্যাবের সদস্যরা রাধাচূড়া, কৃষ্ণচূড়া, কাঠ বাদাম, আম, কাঠাল ও নারিকেলসহ বিভিন্ন জাতের শতাধিক গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণে স্বেচ্ছাসেবক হিসেবে ছিল শান্ত, নাবিল, রুহান, ইশতিয়াক, তাজয়ার, নবাজতি, আবু হানিফ, তাসনীম, আইরিনসহ আরো অনেকে।