সর্বোচ্চ করদাতার সম্মাননা পেলেন সিলেট বিভাগের ৩৫ জন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৩, ১:৪১:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ‘করদাতারা হচ্ছেন রাষ্ট্র নামক দেহের রক্ত প্রবাহ। দেশের অর্থনীতিকে সচল রাখতে করদাতাদের ভূমিকা অপরিসীম। এজন্য বর্তমান সরকার আয়কর প্রদানে করদাতাদের উজ্জীবিত করতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।’
গতকাল সোমবার সিলেট কর অঞ্চলের উদ্যোগে আয়োজিত করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-সিলেট-এর কর কমিশনার সৈয়দ জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মোহাম্মদ এনামূল হক। বিশেষ অতিথি ছিলেন- সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, সিলেট কর আইনজীবী সমিতির সভাপতি এম ই এম ইকবালুর রহমান ও উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, স্বাগত বক্তব্য রাখেন কর অঞ্চল- সিলেট- এর অতিরিক্ত কর কমিশনার (পরিদর্শী রেঞ্জ- ০১) এ. জেড এম নূরুজ্জামান।
সেরা করদাতাদের মধ্যে বক্তব্য রাখেন-সিলেটের বিশিষ্ট চিকিৎসক ডা: একেএম হাফিজ, মৌলা বক্স করিম বক্স লিমিটেডের লুৎফুর বক্স, মো: আব্দুল কাইয়ুম চৌধুরী, ডিএম ফয়সল, জাফর আহমদ ইলমান ও মিসেস তন্বী রায় প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘অপ্রদর্শিত অর্থ আসলেও বেদনানায়ক। যারা নিয়মিত কর দেন, তারা অন্তত শান্তিতে ঘুমাতে পারেন। দেশের সার্বিক উন্নয়নের জন্য কর দেয়া অত্যাবশ্যক বলে তাদের মন্তব্য।
অনুষ্ঠানে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মো: এনামুল হক জানান, এখন থেকে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতি ব্যাচে ১০ জনকে কর ও ভ্যাট আইন সম্পর্কে তিন মাসের ইন্টার্নশিপের সুযোগ দেয়া হবে। তিনি শিক্ষার্থীদের এ সুযোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে সিলেট বিভাগের ৪টি জেলার এবং সিটি কর্পোরেশন এলাকার ৩৫ জন করদাতাকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে দীর্ঘ সময় কর প্রদানকারী ১০ জন করদাতা, সর্বোচ্চ কর প্রদানকারী ১৫ জন করদাতা, সর্বোচ্চ কর প্রদানকারী ৫ জন মহিলা করদাতা এবং সর্বোচ্চ কর প্রদানকারী ৪০ বছর বয়সের নীচে ৫ জন তরুণ করদাতাকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।
এছাড়া, জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী কর অঞ্চল-সিলেট হতে ২০২২-২০২৩ করবর্ষে প্রতিবন্ধী ক্যাটাগরিতে মনোনীত হন ডাঃ মোঃ মামুনুর রশিদ এবং ফার্ম ক্যাটাগরিতে মনোনীত হন মেসার্স মোঃ জামিল ইকবাল। ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে শিগগিরই তাদের হাতে ট্যাক্স কার্ড তুলে দেয়া হবে বলে সভায় জানানো হয়।