দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
সিলেটের সমাবেশ থেকে আজ প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৩, ১:৫৬:৩০ অপরাহ্ন
# ১০ লাখ লোক সমাগমের পরিকল্পনা # পুলিশের চার হাজার সদস্য মাঠে # মনতলা-শায়েস্তাগঞ্জ ও কুলাউড়া থেকে আসবে ৪টি বিশেষ ট্রেন
নূর আহমদ :
সিলেট থেকে আজ বুধবার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা। হযরত শাহজালাল (রহ:) ও শাহপরান (রহ:) এর মাজার জিয়ারত করে নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে সিলেটকে। বিভিন্ন সড়কে যান চলাচল সীমিত করে দেয়া হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার জানিয়েছেন, পুরো সিলেটে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চার হাজার পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। এতে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছেন দলের নেতারা। আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভাস্থল গতকাল দুপুরে পরিদর্শন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক । অন্যদিকে প্রধানমন্ত্রীর সমাবেশ উপলক্ষে হবিগঞ্জের মনতলা-শায়েস্তাগঞ্জ ও কুলাউড়া থেকে ৪টি বিশেষ ট্রেন অপারেট হবে বলে জানা গেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর বরাবরের মতো সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন দলের নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে রোববার দলের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন জানান, সকাল ১১ টায় ওসমানী বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও পরে শাহপরান (রহ.) মাজার জিয়ারতে যাবেন। এরপর তিনি সার্কিট হাউসে বিশ্রাম ও মধ্যাহ্নভোজের পর আলীয়া মাঠের জনসভায় যাবেন। বিকাল ৫ টায় তিনি বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকায় ফিরে যাবেন।
অপরদিকে, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর এই সিলেট সফরকে ঘিরে কর্মব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। সিলেট নগরীর বিভিন্ন সড়কে লেগেছে সংস্কারের ছোঁয়া। যেসব সড়ক বছরের পর বছর বেহাল ছিল, সেগুলো এখন নতুন রূপ নিয়েছে। বিশেষ করে নগরীর চৌহাট্টা, রিকাবিবাজার, দরগাহ গেইট, আম্বরখানা, বিমানবন্দর সড়ক সংস্কার সাধন করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রঙীন লাইট লাগানো হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভাস্থল আলিয়া মাদ্রাসা মাঠ ও এর আশপাশের এলাকায়ও লেগেছে সৌন্দর্যের ছোঁয়া। তবে তিন দিন আগ থেকে মাঠের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল পর্যন্ত মাঠে প্রবেশে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও ২০১৮ সালের ৩০ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারে নেমেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সে সময় হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত এবং সিলেটে সমাবেশের মাধ্যমে নির্বাচনী সফর শুরু করেছিলেন তিনি। এবারও তাঁর সফরসূচির মধ্যে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ:) এর মাজার জিয়ারত রয়েছে।
সরেজমিনে সমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে দেখা গেছে, নির্বাচনী আচরণ বিধি মেনে মঞ্চ নির্মাণ করা হয়েছে। মাইক লাগানোও সম্পন্ন হয়ে গেছে। মঞ্চ নির্মাণ করা হয়েছে নৌকার আদলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবাগত কমিশনার মো. জাকির হোসেন খান বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কোনো স্তর নয়, পুরো সিলেটে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চার হাজার পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। সিলেটের বাইরে থেকে (ময়মনসিংহ রেঞ্জ) আড়াইহাজার পুলিশ ফোর্স যুক্ত করা হয়েছে। এছাড়াও পোশাকে-সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রতিটি পয়েন্টে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। এর বাইরেও আইনশৃঙ্খলা বাহিনীর সবগুলো ইউনিট এবং স্পেশাল ফোর্স নিরাপত্তায় নিয়োজিত থাকছে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার ২ আসনের নৌকার মনোনীত প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেলের বরাত দিয়ে আমাদের কুলাউড়া অফিস জানায়, শায়েস্তাগঞ্জ থেকে সকাল ৮টায় এবং কুলাউড়া থেকে বিশেষ ট্রেন সিলেটে আসবে। তবে কখন ছেড়ে আসবে তাৎক্ষণিক বলতে পারেননি তিনি।
সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার মো: নূরুল ইসলাম জানান, সমাবেশ উপলক্ষে মোট ৪টি বিশেষ ট্রেন পরিচালিত হবে। হবিগঞ্জের মনতলা-শায়েস্তাগঞ্জ ও কুলাউড়া থেকে ৪টি বিশেষ ট্রেন পরিচালিত হবে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সমাবেশস্থল পরিদর্শন শেষে বলেন, সিলেট আমাদের পুণ্যভূমি, এই পবিত্র ভূমি থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিবার নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসছেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় সিলেটবাসীর প্রতি আন্তরিক। তার কাছে কিছু চাইতে হয় না, চাওয়ার আগেই তিনি দিয়ে থাকেন। সিলেটবাসীকেও তিনি অনেক কিছু দিয়েছেন। সিলেটসহ পুরো দেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে তিনি ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন। এসব পরিকল্পনা বাস্তবায়নে সিলেটবাসী সঙ্গে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নানক বলেন, আলিয়া মাদ্রাসার মাঠে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপ নেবে। এই জনসভার মধ্যদিয়ে প্রমাণ হবে এবারও সিলেটের সব কয়টি আসন সিলেটবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবে।
এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।