নির্বাচনী পরিবেশ নিয়ে আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৩, ১:৪০:৪১ অপরাহ্ন

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) থেকে সংবাদদাতা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজমিরীগঞ্জে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিকের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার দেবী চন্দ্র।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পুলিশ সুপার বিপিএম-সেবা আক্তার হোসেন, স্থানীয় সরকার উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ সাদিকুর রহমান, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাছান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাকাইলছেও ইউনিয়নের চেয়ারম্যান মিজবাহ উদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার আলী, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ডালিম আহমেদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মোবারুল, বদলপুর ইউনিয়নের চেয়ারম্যান শুশেনজিৎ চৌধুরী, জলসুখা ইউনিয়নের চেয়ারম্যান ফয়েজ আহমেদ, শিবপাসা ইউনিয়নের চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, সীমা রাণী সরকারসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইউপি সদস্য, পৌরসভার ওয়ার্ড কমিশনার, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার দেবী চন্দ্র বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কেউ নির্বাচনী পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।