বিশিষ্ট সাংবাদিক মকবুল হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৩, ১:৪৬:৩১ অপরাহ্ন
ডাক ডেস্ক : আজ বুধবার ২০ ডিসেম্বর অবিভক্ত আসাম-বাংলার বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ, খেলাফত আন্দোলন নেতা, ভাষা সৈনিক এবং সমাজসেবক মরহুম মকবুল হোসেন চৌধুরীর ৬৫তম মৃত্যুবার্ষিকী।
ঐতিহ্যবাহী সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা মকবুল হোসেন চৌধুরী ১৯৩৭ সালে আসাম ব্যবস্থাপক সভার সদস্য (এম এলএ) নির্বাচিত হন। তিনি পরিষদের হুইপ ছিলেন।
সুরমা উপত্যকা প্রতিনিধি দলের একজন সদস্য হিসেবে তিনি ১৯২০ সালে ভারতের নাগপুরে অনুষ্ঠিত সর্ব ভারতীয় কংগ্রেস সম্মেলনে যোগদান করেন। সরকার বিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে ব্রিটিশরাজ তাঁকে দু’বছর জোরহাট জেলে অন্তরীণ করে রাখে। কিছুদিনের জন্যে তিনি ই-িয়ান জার্নালিস্ট এসোসিয়েশনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিভাগের যুগ্ম সম্পাদকের দার্য়িত্ব পালন করেন।
মকুবল হোসেন চৌধুরী ছিলেন বাংলাদেশের অন্যতম প্রাচীন পত্রিকা সিলেটের ‘যুগভেরী’র (১৯৩২) প্রথম সম্পাদক। এর আগে তিনি সিলেটের ‘যুগবাণী’ (১৯২৫) ও কলকাতার দৈনিক ‘ছোলতান’ (১৯৩০)-এর সম্পাদক ছিলেন।
পরবর্তীকালে তিনি ‘সিলেটপত্রিকা’ (১৯৫৭) সম্পাদনা করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের ছোট ছেলে বিশিষ্ট সাংবাদিক জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের ইন্ট্যারন্যাশনাল প্রেসিডেন্ট ইমেরিটাস হাসান শাহরিয়ারের ঢাকার সেগুনবাগিচাস্থ বাসভবন ও মেঝো ছেলে হোসেন তওফিক চৌধুরীর সুনামগঞ্জ জেলা শহরের হাসননগরস্থ বাসভবনে আজ কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।