সৈয়দপুরে অটোরিক্সা চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৩, ৯:৪৯:০৮ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অটোরিক্সা চাপায় এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর নোয়াপাড়া সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
এতে আলী হোসেন (৪৫) নামের মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে প্রাণ হারান। আলী হোসেন কিশোরগঞ্জ ইটনা উপজেলার ইলনজুড়ি ইউনিয়নের চিলি গ্রামের।
গতকাল বুধবার সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্র্গে পাঠানো হয়।
পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আলী হোসেন খননযন্ত্র দিয়ে মাটি কাটার ঠিকাদার হিসেবে উপজেলার উলুকান্দি গ্রামে মাটির কাজ পরিদর্শন করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী একটি অটোরিক্সার চাপায় মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক শামসুল আরেফিন জানান, লাশ ময়না তদন্তের জন্য গতকাল বুধবার সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।