পুত্রসন্তানসহ নারীর স্বজনদের খুঁজছে বাগবাড়িস্থ সেইফ হোম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৩, ১০:১২:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরের চৌমুহনী থেকে ৮ মাস বয়সী পুত্রসহ অপ্রকৃতিস্থ এক মহিলাকে সিলেট নগরীর বাগবাড়িস্থ নারী ও কিশোরীদের নিরাপদ হেফাজতী আবাসন কেন্দ্রে (সেইফ হোম) রাখা হয়েছে। মহিলার কোনো স্বজন থাকলে সেইফ হোমে যোগাযোগ করতে বলা হয়েছে।
জানা যায়, গত ৯ ডিসেম্বর মৌলভীবাজার থানার এএসআই মো. রায়হান আহমেদ ফোর্স নিয়ে মৌলভীবাজারে রাত্রিকালীন টহল ডিউটি করছিলেন। পুত্রসন্তানসহ এক নারীকে ঘুরাফেরা করতে দেখে তিনি জিজ্ঞাসাবাদ করলে আনুমানিক ২২ বছরের ওই মহিলা এলোমেলো উত্তর দেন। পরে নারী পুলিশের সহায়তায় জিজ্ঞাসাবাদ করা হলে একবার শুধু রুনা আক্তার মিথিলা বললেও পরে আর কোনো পরিচয় দিতে পারেনি।
পরবর্তীতে ওই মহিলার কোনো স্বজন না পাওয়ায় মৌলভীবাজার থেকে সিলেটের সেইফ হোমে পাঠানো হয়।
বর্তমানে পুত্রসন্তানসহ ওই নারী বাগবাড়িস্থ সেইফ হোমে রয়েছেন। তার কোনো স্বজন থাকলে সেইফ হোমে যোগাযোগ করতে বলা হয়েছে। অথবা মোবাইল ০১৭৪৫৪৪৬৪৪৪ নম্বরেও যোগাযোগ করতে বলা হয়েছে।