শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পাশে যুবকের লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৩, ১০:৩৩:৫১ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত রোববার সকাল ৮টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার সুদিয়াখলা গরুর বাজার সংলগ্ন স্থান থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়কের গরুর বাজার নামক স্থানে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে শায়েস্তাগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতাহল প্রস্তুত করে শায়েস্তাগঞ্জ থানায় নিয়ে আসেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত পরিচয় লাশের শরীরে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে এসে এ দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি।