মাধবপুরে চা বাগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় শিশু নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৩, ৭:০৭:৪৫ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুরে চা বাগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় তাশফিয়া হক তানিশা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সুরমা চা বাগানের কিবরিয়াবাদ ও সাতছড়ির মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে পৌরসভার ৯নং ওয়ার্ডের আলাকপুর গ্রামের সৌদি আরব প্রবাসী উজ্জ্বল মিয়ার কন্যা।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের কিবরিয়াবাদ ও সাতছড়ির মধ্যবর্তী স্থানে চুনারুঘাট থেকে দ্রুত গতিতে আসা একটি বালু বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট- ২০-০৭৬৯) পরিবারের সাথে চা বাগানে ঘুরতে আসা তানিশাকে চাপা দিয়ে চালক পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনিক দেব এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘাতক ট্রাকটিকে ধাওয়া করলে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।
থানার ওসি মো. রকিবুল ইসলাম খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।