সিলেটে ট্রেন যাত্রীদের বিশেষ নিরাপত্তা দিচ্ছে র্যাব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩৯:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন স্থানে রেললাইন কেটে ফেলাসহ ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে ট্রেনের যাত্রীদের নিরাপত্তা দিতে ও রাষ্ট্রীয় সম্পদ ট্রেন সুরক্ষায় বিশেষ তৎপরতা শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। সিলেট রেলস্টেশনে গিয়ে র্যাবের নিরাপত্তা প্রদানের বিষয়টি দেখা গেছে। একই সাথে গতকাল শুক্রবার রাত সোয়া ৯টায় সিলেট রেল স্টেশনে প্রেস ব্রিফিং করেন র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক। তিনি বলেন, সব ধরনের নাশকতা রোধে র্যাব তৎপর রয়েছে।
উইং কমান্ডার মো. মোমিনুল হক আরো বলেন, র্যাব-৯ এর আওতাধীন সিলেট বিভাগের চার জেলা- সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ এবং এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার রেলস্টেশনগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এছাড়া রেলস্টেশনগুলোতে নিয়মিতভাবে রোবাস্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। নাশকতাকারী ও দুষ্কৃতকারীরা যেন কোনো প্রকার দাহ্য পদার্থ, নাশকতা ও বিস্ফোরকদ্রব্য কিংবা অবৈধ মালামাল যেমন- মাদক ও আগ্নেয়াস্ত্র ইত্যাদি বহন করতে না পারে সেজন্য এই ৫ জেলার রেলস্টেশন এলাকা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিভিন্ন সময় ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে র্যাব-৯।
মো. মোমিনুল হক আরও বলেন, ট্রেনের যাত্রীদের নিরাপত্তার অংশ হিসেবে রেলস্টেশন এবং বিভিন্ন ট্রেনে র্যাব-৯ এর বোম্ব ডিসপোজাল ইউনিট নিয়মিত সুইপিং কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি যে কোনো ধরনের নাশকতা ও অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেশনগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাব-৯। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে ট্রেনযাত্রার নিরাপত্তা নিশ্চিতে র্যাব-৯ কাজ করে যাচ্ছে।
প্রেস ব্রিফিং শেষে সিলেট স্টেশনে অপেক্ষমান ট্রেনে এবং প্লাটফর্মে র্যাব-৯ এর বোম্ব ডিসপোজাল ইউনিট সুইপিং কার্যক্রম পরিচালনা করে।