বিশ্বনাথে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮:২০ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নৌকার পালে বিজয়ের হাওয়া লেগেছে। নিজেদের কাক্সিক্ষত উন্নয়ন পাওয়ার জন্য বিশ্বনাথ-ওসমানীনগরের মানুষ নৌকা ছাড়া আর কিছুই বুঝেন না। দীর্ঘ ১০ বছর পর স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক ‘নৌকা’ পেয়ে ৭ জানুয়ারীর জন্য অপেক্ষা করছেন নিজেদের ভোট নৌকায় দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ ‘নৌকা’র প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কার্যালয় উদ্বোধন শেষে পৌর শহরের নতুন ও পুরাণ বাজার এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরোজ আলী, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, কার্যনির্বাহী সদস্য নেহারুন নেছা।
সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা শাহিনুর রহমান। শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি ইব্রাহিম খলিল।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমছু মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, ধর্ম বিষয়ক সম্পাদক ফখর উদ্দিন মাস্টার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, উপ-দপ্তর সম্পাদক নূরুল হক, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য শেখ আজাদ, এডভোকেট মোহাম্মদ আলমগীর, কাউন্সিলর ফজর আলী, মিজানুর রহমান মিজান, যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিয়ক সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য শামসাদুর রহমান রাহীন, প্রবাসী সামছু মিয়া লয়লুছ, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল জলিল জালাল। এছাড়া বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা উপস্থিত ছিলেন।