অসহযোগ আন্দোলনের পক্ষে সিলেট জেলা বিএনপির লিফলেট বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫৯:৩৭ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘বর্তমান সরকারের অধীনে জনসম্পৃক্ত কোন রাজনৈতিক দল নির্বাচনের নামে প্রহসনে অংশ নেয়নি। তাই তারা কিছু জনবিচ্ছিন্ন, গৃহপালিত ও নিজ দলের নেতাদের ডামি কিংবা স্বতন্ত্র প্রার্থী করে নির্বাচনের নামে জাতির সাথে তামাসা করছে।’
তিনি বলেন, ‘সরকার পতনের একদফা দাবিতে বিএনপি জনগণকে সাথে নিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। তাই, এ সরকারের সময় শেষ হয়ে যাচ্ছে, মজলুম জনতার বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।
গতকাল শুক্রবার বাদ জুম’আ নগরীর বন্দরবাজার এলাকায় অসহযোগ আন্দোলনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে নগরীর পেপার পয়েন্ট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন (চাকসু), এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, রফিকুল ইসলাম শাহপরান, এডভোকেট সাঈদ আহমদ, শামীম আহমদ, এডভোকেট আল আস, জালাল খাঁন, আহাদ চৌধুরী শামীম, আজিজ হোসেন আজিজ, মিনহাজ উদ্দিন চৌধুরী, সুমেল আহমদ চৌধুরী, শাহীনুজ্জামান শাহীন, শেখ আজিজ সুজা, রাসেল আহমদ, আমজাদ বক্ত, বেলাল আহমদ, আব্দুর রাজ্জাক, শফি আহমদ খান, লায়েছ আহমদ, আলতাব হোসেন প্রমুখ।-বিজ্ঞপ্তি