সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ১০০ রোগীর সফল বাইপাস সার্জারি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:৩৫:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে কোনরূপ জটিলতা ছাড়াই এ পর্যন্ত ১০০ রোগীর দেহে সফলভাবে বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সার্জারি বিভাগের প্রধান ও চীফ কার্ডিয়াক সার্জন প্রফেসর ডা. ফারুক আহমেদ এককভাবে সফল এসব বাইপাস অপারেশনের কৃতিত্বের দাবিদার।
২০১৯ সালের নভেম্বরে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ওপেন হার্ট সার্জারি শুরু হয়। পরবর্তীতে করোনা এবং অন্যান্য কারণে দু’বছর অপারেশন কার্যক্রম বন্ধ থাকে। নানা সীমাবদ্ধতার মধ্যেও ঢাকার বাইরে গত দু’বছরে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সফলভাবে ১০০ রোগীর দেহে বাইপাস অপারেশন হয় ।
শনিবার (২৩ ডিসেম্বর) সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে অনাড়ম্বর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সফল ভাবে বাইপাসের মতো জটিল অপারেশন সম্পন্ন করায় কেক কেটে প্রফেসর ফারুক আহমেদকে অভিনন্দন জানানো হয়। এ সময় প্রফেসর ডা. ফারুক আহমেদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সিলেটের হার্ট ফাউন্ডেশন হাসপাতালকে বহুদূর এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে মরহুম জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) এ মালিকের পরামর্শ ক্রমে সিলেটে আমরা কাজ শুরু করি। তার অনুপ্রেরণায়ই আমরা বাইপাস অপারেশনের সাহসী উদ্যোগ নেই। আমরা সফল হয়েছি। তিনি বলেন, আগামীতে ইনশাআল্লাহ এ হাসপাতালের আরো সুখবর আপনারা পাবেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সহ-সভাপতি প্রফেসর ডা. এম এ আহবাবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মোঃ আলতাফুর রহমান, প্রফেসর ডা. সুধাংশু রঞ্জন দে, সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মোঃ আমিনুর রহমান লস্কর, যুগ্ম সম্পাদক মাহবুব সোবহানী চৌধুরী, ডা. মোস্তফা শাহ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. সোয়েব আহমদ মতিন, পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদ, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট সেক্রেটারি ড. মো. মঞ্জুরুল হক চৌধুরী, ইন্টারন্যাশনাল সেক্রেটারি এস আই আজাদ আলী, কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মোঃ রেজাউল করিম, আব্দুল মালিক জাকা, ডা. শামীম আহমেদ, প্রফেসর ডা. মোঃ আব্দুস সালাম, হাসপাতালের সিইও কর্নেল (অব.) শাহ আবিদুর রহমান এবং উপ পরিচালক ডা. আব্দুল মুনিম প্রমুখ।