অসহযোগ আন্দোলনের পক্ষে জেলা ও মহানগর বিএনপির গণসংযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:৫৭:১৫ অপরাহ্ন
অসহযোগ আন্দোলনে জনমত সৃষ্টির লক্ষ্যে নগরীতে গণসংযোগ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। কর্মসূচির শেষ দিনে বন্দরবাজার লালদিঘীর পার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন দলের নেতৃবৃন্দ।
এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতাকর্মী অংশ নেন।
গণসংযোগকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশে নির্বাচনের কোন পরিবেশ নেই। নিজেরা নিজেরা প্রতিদ্বন্দ্বিতার বাহানা করে ক্ষমতাকে টিকিয়ে রাখতে বিপুল অর্থ নষ্ট করা হচ্ছে। এই নির্বাচনে জনগণের কোন সম্পৃক্ততা নেই। তাই দেশের গণতন্ত্র রক্ষায় ডামি নির্বাচনের নামে প্রহসন বন্ধ করুন।
এ সময় মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, নজিবুর রহমান নজিব ও সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি।