সুনামগঞ্জে মতবিনিময়ে ইসি আনিছুর রহমান
আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার সশস্ত্র বাহিনী সর্বোচ্চ ১৩ দিন মাঠে থাকবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৩, ৬:২৩:০৪ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : নির্বাচনের আগে ও পরে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার সশস্ত্র বাহিনী সর্বোচ্চ ১৩ দিন মাঠে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
গতকাল রোববার সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিশেষ আইন-শৃংখলা ও মতবিনিময়শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।
সাংবাদিকদের সাথে আলাপকালে ইসি আনিসুর রহমান আরো বলেন, ভোটের আগে বা পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সুযোগ নেই। সকল পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ভোটের আগে ২৯ ডিসেম্বর থেকে সশস্ত্র বাহিনী মাঠে নামবে। নির্বাচনের পর তিনদিন অর্থাৎ ১০ ডিসেম্বর পর্যন্ত তারা মাঠে থাকবে। সশস্ত্র বাহিনী যে কোনও ধরণের অভিযোগ পেলে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, আপনারা দেখেছেন গাইবান্ধার নির্বাচন সেখানে নির্বাচনে অনিয়ম পাওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে। পরে সেখানে পুনরায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়।
পুলিশ প্রধানের ভাই আলাদা কোন সুবিধা পাবেন না ॥ লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে ভোট বন্ধ
তিনি বলেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে ভোট বন্ধ হয়ে যাবে। হেভিওয়েট কিংবা লাইটওয়েট মর্মে কোন প্রার্থীকে তারা বিবেচনা করছেন না। সকল প্রার্থীই তাদের কাছে সমান বলে তাদের মন্তব্য।
কত পার্সেন্ট ভোটার ভোটে এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে, এটা আইনে বলা নেই। তবে যত পার্সেন্ট ভোটারই ভোট দেন না কেন, সেটাই কাউন্ট করে ভোটের ফলাফল দেয়া হবে।
আনিছুর রহমান আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশের কোনও চাপ নেই। আমরা চাপের মধ্যে ছিলামও না। এবার বহু বিদেশী আমাদের এখানে আসছে। আমাদের নির্বাচন প্রস্তুতি কি, আমরা কি কি করতে চাই-এগুলো সব তারা জেনেছেন। কিন্তু তারা কোনও রিঅ্যাকশন (প্রতিক্রিয়া) দেখায়নি। তিনি বলেন, এবার বিপুল সংখ্যক বিদেশী পর্যবেক্ষক আসছে। প্রায় দুই হাজারের উপরে দেশী ও বিদেশী পর্যবেক্ষকের আবেদন পড়েছে। অধিকাংশ পর্যবেক্ষককে অনঅ্যারাইভাল ভিসা দেয়া হবে।
এর মধ্যে আমেরিকার দূতাবাস থেকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিশাল একটি লিস্ট দিয়েছে। তবে, তাদের তালিকা গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যাচাই বাছাই করছে। তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভিসা দেয়া হবে। তারা তাদের চোখে দেখবে নির্বাচন কিভাবে হচ্ছে। পর্যবেক্ষকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তারা তাদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণ করবে। আমরা আমাদের নির্বাচন ভাল বললে হবে না। আন্তর্জাতিক এবং দেশীয় পর্যবেক্ষকরাই বলবেন নির্বাচন কেমন হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনার বলেন, সুনামগঞ্জ-২ আসনে পুলিশ প্রধানের ভাই নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন; ওই আসনে পুলিশ প্রশাসন প্রভাব খাটাতে পারে বা বিশেষ সুবিধা দিতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি আনিছুর রহমান বলেন, ‘পুলিশ প্রধানের ভাই হিসেবে তিনি আলাদা কোন সুযোগ-সুবিধা পাবেন না। প্রার্থী হিসেবে তাকে ভোটে জিতে আসতে হবে।’
এর আগে সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান। সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মতামত ও অভিযোগ উপস্থাপন করে বক্তব্য রাখেন।