বর্ণিল উৎসবে সিলেটে শুভ বড়দিন পালিত
সকল ধর্মের মূলে রয়েছে মানবতা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৩, ১২:৫২:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আনন্দঘন পরিবেশে গতকাল সোমবার সিলেটে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হয়েছে। এ উপলক্ষে সিলেটের বৃহৎ খ্রিস্টান ধর্মপল্লী নগরীর নয়াসড়কে অবস্থিত সিলেট প্রেসবিটারিয়ান চার্চে আয়োজন করা হয়েছিলো বর্ণিল উৎসবের। ধর্মীয় আচার ও প্রার্থনার মাধ্যমে পালিত হয়েছে বড়দিনের উৎসব। বড়দিনের উৎসবে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেন, সকল ধর্মের মূলে রয়েছে মানবতা।
এছাড়া, নগরীর অন্যান্য গির্জায়ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুভ বড়দিন পালিত হয়। এদের মধ্যে বড়শালা প্রেসবিটারিয়ান চার্চ, বালুচরস্থ ক্যাথলিক চার্চ, খাদিমনগর ক্যাথলিক চার্চ, ইমানুয়েল ব্যাপটিস্ট চার্চ, লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চ, বড়শালা ক্যাথলিক চার্চ, খাদিম প্রেসবিটারিয়ান চার্চ, পীরেরবাজারস্থ এজি চার্চ, কালাগুল চা-বাগানস্থ ক্যাথলিক চার্চে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করা হয়।। উৎসবমুখর পরিবেশে পালিত দিবসটিতে গীর্জা সমূহে নিশ্চিত করা হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
গতকাল সোমবার সকাল ১০টায় সিলেট প্রেসবিটারিয়ান চার্চে শুভ বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা ও বিশ্ব শান্তির জন্য প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসব উপাসনায় পাদ্রীগণ বলেন, বড় দিন কল্যাণ, সাম্য ও সম্প্রীতির শিক্ষা দেয়। নশ্বর এই পৃথিবীতে আমরা কেউ থাকব না। হিংসা, লোভ-লালসা থেকে ঈশ্বর আমাদের দূরে রেখে সবার মাঝে সুখ শান্তি দান করুন। ঈশ্বরের কাছে এটাই আমাদের প্রার্থনা।
প্রার্থনার পর শুভ বড়দিনের শুভেচ্ছা বিনিময়ে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। এই উৎসবকে কেন্দ্র করে সিলেট প্রেসবিটারিয়ান চার্চ সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দের মিলনমেলায় পরিণত হয়। প্রেসবিটারিয়ান চার্চের সভাপতি ডিকন নিঝুম সাংমা জানান, কেক কাটা অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, সহ সভাপতি প্রদীপ ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক তপন মিত্র, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিসিক কাউন্সিলর আব্দুল মোহিত জাবেদ, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল প্রমুখ। এছাড়া, ভারতীয় হাইকমিশন, সিলেটের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকল ধর্মের মূলে মানবতা ॥ ড. মোমেন
খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টায় সিলেট নগরীর নয়াসড়কস্থ প্রেসবিটারিয়ান চার্চে কেক কাটার মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তিনি বলেন, আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি-ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ নামক রাষ্ট্রটি আমাদের সকলের। তাই সকল শ্রেণি-পেশার জনগণের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। বড়দিন উদযাপনের আনন্দ মানুষের মধ্যে যেন সত্যিকার মানবতাকে জাগ্রত করে। মহামানব যিশু যে প্রেম, শান্তি ও সম্প্রীতির শিক্ষা প্রচার করেছেন, তার যথার্থ প্রতিফলন যেন সবার জীবনে ঘটে।
ড. মোমেন আরো বলেন, প্রত্যেক ধর্মেরই মূল বাণী মানবতা। বড়দিন উপলক্ষে যে প্রেম, প্রীতি ও শান্তির বাণী প্রচার করা হয় তার মূলে রয়েছে মানবতা। কোনো ধর্মই এ বোধ থেকে বিচ্ছিন্ন নয়। বড়দিন মানুষকে শান্তি, প্রেম ও সম্প্রীতির শিক্ষা দেয়। দেশের সকল মানুষ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একাত্ম হবে-এ আশা বড়দিনে।