দিরাইয়ে প্রবাসীদের বাড়িঘর ভাঙচুর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৩, ৯:০০:১৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : সুনামগঞ্জের দিরাইয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রবাসীদের বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
উপজেলার পুকিডহর গ্রামে একদল সন্ত্রাসী প্রবাসীদের বসতঘরের পাকা দেয়াল ভেঙে স্টিলের তৈরি দরজা-জানালা, ফার্নিচারসহ আসবাবপত্র লুট করে নিয়ে যায়। ভুক্তভোগীরা সিলেটের ডিআইজির নিকট লিখিত অভিযোগে বিষয়টি জানিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন। গ্রামের প্রবাসী হাফিজ খানের পুত্র মো. আলমগীর খান সম্প্রতি লিখিত অভিযোগ দেন।
এতে বলা হয়, সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে সশস্ত্র অবস্থায় প্রবাসী হাফিজ খানের বসতঘরের চারদিকের দেয়ালসহ বসতঘরের ভেতরের দেয়ালের পার্টিশন ভাঙচুর করে ঘরের ৬টি স্টিলের তৈরি দরজা ও স্টিলের তৈরি ৪টি জানালা নিয়ে যায়। ঘরে থাকা গ্যাসের চুলা, লেপ-তোশক রাখার কাঠের তৈরি বক্স, রান্নাঘরে থাকা কাঠের লাকড়ি, একটি ফ্রিজ, আসবাবপত্র ও বৈদ্যুতিক মূল্যবান বিভিন্ন জিনিসপত্র, কাঠের আলমিরা, কাঠের তৈরি স্যুটকেস, কাঠের মালামালও লুট করে নিয়ে যায়। পরে তারা ছুরত খানের বাড়িতে প্রবেশ করে ছুরত খানের টিনের তৈরি বসতঘরের বেড়া, টিনের চাল, দরজা ভাঙচুর করে এবং বেড়া ও চালের টিন খুলে নিয়ে যায়। ছুরত খানের বসতঘরের মালামালও লুট করে নিয়ে যায়। হাফিজ খান মধ্যপ্রাচ্যের দেশ ওমানে দীর্ঘ ৪০ বছরে উপার্জনের অর্থে ওই বসতঘরটি নির্মাণ করেছিলেন।
প্রবাসী হাফিজ খানের নিকটাত্মীয় জায়েদা বেগম নামের আরেক অসহায় মহিলার গ্যাসের চুলা এবং নিকটাত্মীয় সাবাজ খানের বসতঘরের টিনের তৈরি বেড়া, দরজা-জানালা, টিনের চাল ভাংচুর করে। পরে ওই ঘরের বিভিন্ন আসবাবপত্র, গ্যাসের চুলা, ডেক-ডেকসি, তোশক, বালিশ,কাঁথা, ইত্যাদি লুট করে নিয়ে যায়।
দুলাল মিয়া, সুবেদ মিয়া, শেলাল মিয়া, মিলাদ, সাইদুল্লাহ, সালমান খান, ইব্রাহিম, আইবুর খান, ইব্রাহিম খান, ছইদুল্লাহ, সুলেমান খান, শিহাব খানসহ অন্তত ২০ থেকে ২৫ জন এই ভাঙচুর ও লুটপাটে অংশ নেয় বলে অভিযোগে উল্লেখ করে বলা হয়, গত ১৭ নভেম্বর প্রকাশ্যে দিনে-দুপুরে এমন ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর এক মাস অতিবাহিত হলেও আজও পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। এর ফলে প্রবাসীদের পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।
এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রবাসীদের পক্ষ থেকে ডিআইজির নিকট অনুরোধ জানানো হয়েছে।