ওসমানী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৩, ৪:৩১:২৭ অপরাহ্ন
ডা. এস.এম. আসাদুজ্জামান জুয়েল : সিলেট ওসমানী মেডিকেল কলেজের নবগঠিত শিক্ষক সমিতি (২০২৩-২০২৪)’র অভিষেক’ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত সোমবার সকাল ১১ টায় নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। দু’পর্বে বিভক্ত অনুষ্ঠানের অভিষেক পর্বে সভাপতিত্ব করেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও প্রাক্তন কমিটির সভাপতি অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী। এতে নবগঠিত কমিটির ২৩ জন শিক্ষককে উত্তরীয় পরিয়ে অভিষিক্ত করা হয়। এ সময় তাঁকে সহযোগিতা করেন, প্রাক্তন কমিটির সাধারণ সম্পাদক ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুজিবুল হক।
অপরদিকে, বিদায় সংবর্ধনা পর্বের সভাপতি ছিলেন, নবগঠিত কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক ডা. আবু সাঈদ আব্দুল্লাহ (মুকুল)। এতে ২০১৭ সাল থেকে ২০২৩ পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন, সিলেট শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি অধ্যাপক ডা. মুর্শেদ আহমেদ চৌধুরী, সিলেট বি.এম.এ ও স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. রোকন উদ্দিন আহমদ, সিলেট বি.এম.এ ও স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এম.এ আজিজ চৌধুরী, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুজিবুল হক ও সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আশিক আনোয়ার বাহার প্রমুখ।
সভাপতির বক্তব্যে সমিতির প্রাক্তন সভাপতি অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী বলেন, সমিতির সব সদস্যদেরকে সাথে নিয়ে শিক্ষকদের অনেক সমস্যার সমাধানের চেষ্টা করেছি, অনেকাংশে সফল হয়েছি আবার কিছুটা বিফলও হয়েছি। তবে করোনা মহামারিতে শিক্ষকবৃন্দ যেভাবে সহযোগিতা করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সহযোদ্ধা ডা. মইনুদ্দিন, বন্ধুবর ডা. সামছুর রহমান (ময়না), ডা. হাবিবুল্লাহ খান, ডা. শেখ মাহবুবুর রহমানসহ আরো অনেকেই যারা করোনায় মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার শান্তি কামনা করছি।
অনুষ্ঠানের ২য় পর্বে সংবর্ধনা পর্বের সভাপতি অধ্যাপক ডা. আবু সাঈদ আব্দুল্লাহ (মুকুল) বলেন, বিগত কমিটির অসম্পূর্ণ কাজগুলো তারা সততার সাথে শতভাগ করতে চান। এরজন্য প্রাক্তন নেতৃবৃন্দের অভিজ্ঞতা ও অন্যান্য শিক্ষক মন্ডলীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্য বক্তা বলেন, নবগঠিত শিক্ষক সমিতি আমাদের ৫৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মানজনক বিদায় সংবর্ধনার আয়োজন করায় সত্যিই আমরা ঋণী হয়ে রইলাম। তাই যে কোনো প্রয়োজনে এই কমিটি আমাদের আহবান জানালে আমরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডা. মো. ফারুকুল ইসলাম ও পবিত্র গীতাপাঠ করেন ডা. সত্যব্রত ঘোষ (অমিত)। সঞ্চালনায় ছিলেন ডা. মো. আজিজুর রহমান রোমান এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সহযোগী অধ্যাপক ডা. কাজী জানে আলম (কে. জেড. আলম)।