লিডিং ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের গ্র্যাজুয়েশন উদযাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:৪০:০৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন উদযাপন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনে ইংলিশ ল্যাংগুয়েজ ল্যাবে ইংরেজি বিভাগের ৫৪তম ব্যাচের আয়োজনে ‘Graduation Celebration Ceremony’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক শিক্ষার্থীদের বলেন, ডিগ্রিপ্রাপ্তির পরে চাকরি খুঁজতে হবে। পাশাপাশি স্টাডি ব্রেক দেওয়া যাবেনা, মাস্টার্স প্রোগ্রামও সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করা এবং এ বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষা করতে এখন থেকে আরো বেশি যত্নশীল হওয়ার পরামর্শও দেন তিনি।
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস রুমপা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম। অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান, ইংরেজি বিভাগের শিক্ষক ও ৫৪তম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৫৪তম ব্যাচের শিক্ষার্থী আসফুন্নাহার চৌধুরী এবং এতে গান পরিবেশন করেন ৫৪তম ব্যাচের শিক্ষার্থী তন্নী ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো: কাজী নাজমুল হুদা সোয়াইব।