ফেঞ্চুগঞ্জে সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৪, ৫:০১:৫৬ অপরাহ্ন

ফেঞ্চুগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : ফেঞ্চুগঞ্জের মল্লিকপুর-মানিককোনা-মীরগঞ্জ সড়ক ভাঙনের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ বিড়ম্বনায় পড়েছেন। সড়ক ভাঙনের স্থান পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা। আর দ্রুততম সময়ের মধ্যে এর সমাধান করার তাগিদ দিয়েছেন উর্ধ্বতন কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ২৯ ডিসেম্বর রাতে ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীর সংযোগস্থল কুরকুচি খাল দিয়ে হাওর থেকে নদী অভিমুখে পানি প্রবাহ শুরু হয়। এ সময় সড়কটিতে ফাটল দেখা দেয়, কিছু সময়ের মধ্যেই সড়কের বিরাট অংশ ভাঙ্গনের কবলে পড়ে। ফলে যান চলাচল সম্পূর্ণরুপে বন্ধ হয়ে পড়ে। এতে ফেঞ্চুগঞ্জের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ বিড়ম্বনায় পড়েন। সড়কে ভাঙনের ফলে উপজেলা সদর ও বাজারে আসা-যাওয়া করা লোক সমস্যায় পড়েছে। সড়কটির ভাঙ্গণরোধে জরুরী ভিত্তিতে সংস্কার কাজ করা না হলে ভাঙ্গণের তীব্রতা আরো ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে আশপাশের দোকানকোঠা, বাড়িঘর ভাঙ্গণের কবলে পড়তে পারে।
উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবজাল হোসাইন জানান, প্রতিবছর সেখানে ভাঙ্গণ দেখা দেয়। গত কয়েক মাস আগে এই জায়গাটিতে ফাটল দেখা দিলে স্থানীয়রা চাঁদা তুলে ১০ লাখ টাকার মাটি ভরাট কাজ করিয়েছিলেন। কিন্তু কয়েক মাসের ব্যবধানে তা চলে গেছে কুরকুচির পেটে।
তিনি আরো জানান, ভাঙনের স্থানে গার্ডওয়াল দেয়া না হলে সড়ক ঠেকানো মুশকিল হয়ে পড়বে।
উপজেলা এলজিইডি’র প্রকৌশলী শেখ আজিম জানান, হাওরের পানি ছাড়ার কারণে রাস্তায় ভাঙ্গণ দেখা দিয়েছে। ভাঙ্গণ পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে তার আশংকা।
পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী ও শাখা কর্মকর্তা (ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ-ওসমানীনগর) মো. গোলাম বারী জানান, তিনি রোববার ভাঙ্গণ কবলিত স্থান পরিদর্শন করেছেন। এ বিষয়ে একটি প্রকল্প রয়েছে-সেটি দিয়ে এই রাস্তার কাজ শেষ করা সম্ভব নয়। সড়ক সংস্কারের জন্য নতুন প্রস্তাবনা পাঠাবেন বলে জানান তিনি।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা ফারজানা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুততম সময়ে সড়ক সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।