নতুন ক্লাসে নতুন বই
সিলেট বিভাগে ২ কোটি ১২ লক্ষ বই বিতরণ আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৪, ৫:২০:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বছরের প্রথম দিনে নতুন ক্লাসে উঠার প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রানে মাতোয়ারা হওয়ার উৎসবের দিন আজ ১ জানুয়ারি সোমবার। প্রতিবছরের ন্যায় এবারও বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে অনুষ্ঠিত হবে বই উৎসব। সিলেট বিভাগের প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল ও কারিগরি শাখায় মোট ২ কোটি ১২ লক্ষ ৪৭ হাজার ৫০৮টি বই বিতরণ করা হবে। ইতিমধ্যে সকল বই বিদ্যালয়ে পৌছে গেছে। আজ প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রাথমিকের শতভাগ বই পৌছে গেছে। মাধ্যমিকের ৮ম ও ৯ম শ্রেণির বাদে অন্য সকল শ্রেণির বই পৌছে গেছে বিদ্যালয়ে। সিলেবাস পরিবর্তনের কারণে ৮ম ও ৯ম শ্রেণির বই পৌছতে একটু দেরি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিস্ট সূত্রে জানা যায়, সিলেট বিভাগের ৪ জেলার প্রাথমিক বিদ্যালয়ের ১৬ লক্ষ ৪৪ হাজার ৩৯৮ জন শিক্ষাথীর মধ্যে ৬৯ লক্ষ ৫১ হাজার ৬৯টি বই বিতরণ করা হবে। যার মধ্যে প্রাক প্রাথমিকে শিক্ষার্থী রয়েছে ২ লক্ষ ২৮ হাজার ২৯৮ জন। তাদের মধ্যে বিতরণ হবে ২ লক্ষ ২৮ হাজার ২৯৮টি বই। ১ম শ্রেণিতে ২ লক্ষ ৯৯ হাজার ৩৯২ শিক্ষার্থীর মধ্যে ৮ লক্ষ ৯৮ হাজার ১৭৬ টি, ২য় শ্রেণিতে ২ লক্ষ ৯১ হাজার ৮৮৫ শিক্ষার্থীর মধ্যে ৮ লক্ষ ৭৫ হাজার ৬৫৫টি, ৩য় শ্রেণিতে ২ লক্ষ ৭৩হাজার ৮৬০ শিক্ষার্থীর মধ্যে ১৬ লক্ষ ৪৩ হাজার ১৬২টি, ৪র্থ শ্রেণিতে ২ লক্ষ ৮২ হাজার ৪৭৯ শিক্ষার্থীর মধ্যে ১৬ লক্ষ ৯৮ হাজার ৮৩২টি এবং ৫ম শ্রেণির ২ লক্ষ ৬৮ হাজার ৪৮৪ শিক্ষার্থীর মধ্যে ১৬ লক্ষ ১০ হাজার ৯০৬টি বই বিতরণ করা হবে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম জানান, উপজেলার ১৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সকল বেসরকারি বিদ্যালয়ে বই পৌছে গেছে। বিদ্যালয় গুলো শতভাগ বই পেয়েছে, বইয়ের কোন সংকট নেই। আজ উৎসবমুখর পরিবেশেই বই বিতরণ অনুষ্ঠিত হবে। বিভিন্ন বিদ্যালয়ে বই উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অংশ নিবেন বলে জানান তিনি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেটের উপ পরিচালক জালাল উদ্দিন জানান, এবছর অনেক আগে বই পৌছে গেছে। প্রায় ১৫দিন পূর্বে সব বই পৌছে যায়। প্রতিটি বিদ্যালয়ে বই চলে গেছে, আজ প্রতিটি শিক্ষার্থীর হাতে পৌছে যাবে নতুন বই। সিলেট নগরীর দুর্গাকুমার পাঠশালায় সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সকাল সাড়ে ৯টায় সিলেটে বই উৎসবের উদ্বোধন হবে বলে জানান তিনি।
অপরদিকে, নি¤œ মাধ্যমিক, মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল ও কারিগরি শাখায় সিলেট বিভাগের মোট শিক্ষার্থী রয়েছে ১২ লক্ষ ২৮ হাজার ৫৪২ জন। তাদের মধ্যে বিতরণ করা হবে ১ কোটি ৪২ লক্ষ ৯৬ হাজার ৪৩৯টি বই।
মৌলভীবাজার জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান জানান, জেলার ২ লক্ষ ৯২ হাজার ৯৭৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩৪ লক্ষ ৮১ হাজার ৯২০টি বই বিতরণ করা হবে। প্রতিষ্ঠান গুলো তাদের সামর্থ অনুযায়ী বই উৎসবের আয়োজন করবে। সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জেলার ২ লক্ষ ২৮ হাজার ৯৭১ শিক্ষার্থীর মধ্যে ২৫ লক্ষ ৫২ হাজার ৮১৩টি বই বিতরণ করা হবে বলে জানিয়েছেন। সিলেট জেলায় ৪ লক্ষ ৯৩ হাজার ৯০১ জন শিক্ষার্থীর মধ্যে ৫১ লক্ষ ৯১ হাজার ৮২০টি এবং হবিগঞ্জ জেলায় ২ লক্ষ ১২ হাজার ৬৯৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ লক্ষ ৭০ হাজার ১৮৬টি বই বিতরণ করা হবে।
এদিকে, উৎসব আয়োজনে বিদ্যালয় গুলো নিজেদের মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। অনেক বিদ্যালয়ে রং বেরং এর বেলুন, রঙ্গিন কগজ দিয়ে সাজাচ্ছেন অনুষ্ঠানস্থল। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির জানান, ৮ম ও ৯ম শ্রেণির বাদে সব বই পৌছে গেছে। প্রতিটি বিদ্যালয়ে নিজ নিজ উদ্যোগে বই বিতরণ অনুষ্ঠিত হবে। গতকাল রোববার উপজেলা সমন্বয় সভায় সবাইকে বই উৎসবে অংশ নেয়ার আহবান জানানো হয়েছে। উপজেলা জনতা উচ্চ বিদ্যালয়, গার্লস স্কুলসহ আরো কিছু বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তিনি বই উৎসবে অংশ নিবেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সায়ীদ মো: আব্দুল ওয়াদুদ জানান, সিলেবাস পরিবর্তনের কারণে ৮ম ও ৯ম শ্রেনির বই ছাপানোর কাজ একটু পিছিয়ে গেছে। তবে অন্যসব শ্রেণির সকল বই চলে এসেছে। ৮ম ও ৯ম শ্রেণির ৮০ভাগ বই চলে এসেছে। অবশিষ্ট বই দুএকদিনের মধ্যে চলে আসবে। শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে আনন্দের সাথে নতুন শিক্ষা বছর শুরু তাদের উৎসাহ উদ্দীপনা বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন। সিলেটে প্রাথমিকের বই উৎসবের উদ্বোধন শেষে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ১০টায় বই উৎসবের উদ্বোধন হবে।