আসন নিশ্চিত করে ভোটে এসেছি: শাহীনুর পাশা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৪, ৫:২৯:৪১ অপরাহ্ন
জগন্নাথপুর সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদ দাতা: সুনামগঞ্জ-৩ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, ‘আমি জোটের মাধ্যমে এ আসন নিশ্চিত করে এসেছি। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে এমনও হতে পারে নৌকার বেইস পকেটে লাগিয়ে জনগণ সোনালী আঁশ পাট প্রতীকে ভোট দিবে।’
তিনি গতকাল রোববার বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে নির্বাচনী প্রচার মিছিল শেষে পথসভায় এ কথা বলেন।
শাহীনুর পাশা চৌধুরী বলেন, ‘আমি আপনাদের সেই ভাই ২০০১ সালে জাতীয় নেতা আবদুস সামাদ আজাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করেছি। ২০০৫ সালে আপনাদের ভোটে উপ নির্বাচনে সংসদ সদস্য হয়েছি। এবার নির্বাচনে আসন ভাগাভাগি হয়েছে। জাতীয় পার্টি পেয়েছে ২৬ টি আসন আর তৃণমূল বিএনপি পেয়েছে চারটি আসন। আমার প্রিয় দল জমিয়ত উলামায়ে ইসলাম ছেড়ে আমি আসন নিশ্চিত করে ভোটে এসেছি।’
পাশা বলেন, ‘জোটের কারণে ৩৬ জন মন্ত্রী-এমপি নির্বাচনে পরাজিত হতে যাচ্ছেন।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘গন্ডগোলের চেষ্টা করবেন না। এসব দ-ণীয় অপরাধ। কেউ তা করলে ছাড় দেওয়া হবে না।’