ভোট বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে: মান্নান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৪, ৩:৩৭:০০ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের দেশের মানুষের পরিবর্তন ঘটেছে। একসময় আমাদের অভাব ছিল, রাস্তাঘাট ছিল না। সময়ের ব্যবধানে এখন আমাদের সার্বিক উন্নয়ন যেমন হয়েছে, তেমনি জীবনযাত্রায় এসেছে পরিবর্তন। এটা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে। এখন আমরা মোটামুটি দুর্দশা থেকে বেরিয়ে এসেছি। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ভোট বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ বাজারে পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমি রাজনীতিতে এসেছি সাধারণ মানুষের সেবা করার জন্য। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি গরিব মানুষের কষ্ট। দেখেছি চৈত্র মাসের নিদান, গ্রামে অনিরাপদ পানি, টিউবওয়েলের অভাব। তাই, আমি গ্রামে গ্রামে শত শত টিউবওয়েল, ল্যাট্রিন দিয়েছি।
পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, জয়কলস ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শিমুলবাঁক ইউনিয়ন চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমান, জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিতাই দাস ও যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনসহ হাজারো জনসাধারণ উপস্থিত ছিলেন।