ফের নির্বাচিত হলে সুনামগঞ্জের আরো উন্নয়ন হবে
পরিকল্পনামন্ত্রীর সাথে লিডিং ইউনিভার্সিটি প্রতিনিধিদের সাক্ষাৎ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৪, ৩:৪৪:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বর্তমান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে সমর্থন জানিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
সিলেট-সুনামগঞ্জ রোডে মন্ত্রীর রাজনৈতিক কার্যালয় হিজল-এ সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে আধুনিক বাংলাদেশ বিনির্মাণ এবং বাংলাদেশকে একটি স্মার্ট ও উন্নত রাষ্ট্রে উন্নীতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরেন এম এ মান্নান। এসময় তিনি পুনরায় নির্বাচিত হলে হাওরাঞ্চল সুনামগঞ্জে আরও বৃহৎ পরিসরে অবকাঠামো নির্মাণ ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
বৈঠকে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে হাওরাঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিকসহ উপস্থিত শিক্ষকবৃন্দ। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান পরিকল্পনা মন্ত্রী।
এ সময় অন্যান্যের মধ্যে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদ ভূইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডীন ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান ড. শাহানশাহ মোল্লা, প্রক্টর ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহাবুবুর রহমান, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, অর্থ ও হিসাব শাখার পরিচালক মোহাম্মদ কবির আহমদ, ডেপুটি রেজিস্ট্রার ও সিলেট শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক মো. কবির আহমদ, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিয়াউর রহমান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী প্রক্টর অমিত চক্রবর্তী, সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর কাজী জাহিদ হাসান, ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ফজলে এলাহী মামুন, টিএইচএম বিভাগের সহকারী অধ্যাপক মো. সাজেদুল ইসলাম সরকার, সহকারী রেজিস্ট্রার তাজ উদ্দিন আহমেদ, সহকারী প্রক্টর ও আইন বিভাগের প্রভাষক আশরাফ উদ্দিন, লিডিং ইউনিভার্সিটির সহকারী প্রক্টর ও আইন বিভাগের প্রভাষক মো. রেজাউল করিম রাজ, আইটি সহকারী মো. আতিকুল ইসলাম, কোষাধ্যক্ষের ব্যক্তিগত সহকারী লুকমান আলী এবং বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ।
আলোচনার একপর্যায়ে পরিকল্পনামন্ত্রী লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এবং সিলেটের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হিসেবে লিডিং ইউনিভার্সিটিকে আরও বেগবান করার পরামর্শ দেন।
আলোচনার একপর্যায়ে ২০১৯ সালে লিডিং ইউনিভার্সিটির ৩য় সমাবর্তনে রাষ্ট্রপতি ও আচার্যের প্রতিনিধি হিসেবে এম এ মান্নানের অংশগ্রহণ করার কথা স্মরণ করে সকলে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।