মাধবপুরে শেখ ফজলে শামস পরশ
‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশিবিদেশি ষড়যন্ত্র চলছে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৪, ৪:৩৬:৫১ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ যুবলীগের কর্র্মীদের উদ্দেশে বলেছেন, এবারের নির্বাচন শেখ হাসিনার জন্য বড় চ্যালেঞ্জ। জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য দেশি ও বিদেশি কিছু ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই আমাদের আত্মতুষ্ট হওয়ার সুযোগ নেই।
গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর সদরে কিবরিয়া স্কয়ারের সামনে পথসভায় হবিগঞ্জ-৪ আসনে নৌকার কান্ডারী বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর সমর্থনে যুবলীগ আয়েজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
যুবলীগ মাধবপুর উপজেলা শাখার সভাপতি মো. ফারুক পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশমূলক করার জন্য ৭ জানুয়ারি প্রত্যেক যুবলীগ কর্মীকে ২০ জন করে ভোটার সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে যেতে হবে।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কাউকে বাধা দিবেন না। জননেত্রী শেখ হাসিনা বলেছেন কোন প্রকার সংঘাত, হট্টগোল বরদাস্ত করা হবে না। এ ক্ষেত্রে জিরো টলারেন্স। সম্পূর্ণরূপে সংঘাত পরিহার করতে হবে। সংঘাত হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
তিনি আরও বলেন, হবিগঞ্জের মানুষ ভোটকে ভালোবাসে। সব সময় নৌকা মার্কায় ভোট দিয়ে আসছে। এ জন্য হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বলা হয়। তাই আসন্ন নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার কান্ডারী বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৪ আসনে নৌকার মনোনীত প্রার্থী বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জোয়াদার সৈকত, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ মিছির আলী, যুবলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত, মাধবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।