জাতীয় সমাজসেবা দিবস পালন
সিলেট জেলায় ২ লক্ষাধিক মানুষ সমাজসেবার উপকার ভোগ করছেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৪, ৪:৫৮:২৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : সারাদেশের ন্যায় সিলেটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে ‘সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সকালে শেখঘাট নতুন জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের সম্মুখ থেকে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কমপ্লেক্স ভবনে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাজসেবা কমপ্লেক্স ভবনে হলরুমে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ জসিম উদ্দিন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আব্দুর রফিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল ,বিশিষ্ট লেখক ও কলামিস্ট আফতাব চৌধুরী।
রায়নগর শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক মুনতাকা চৌধুরী ও সমাজসেবা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রভাষক মির্জা নিজুয়ারার পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রহমানিয়া প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান, বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন, গ্রীন ডিজেবল ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক বায়েজিদ খান, ব্লাস্ট সিলেটের কো-অর্ডিনেটর সত্যজিৎ কুমার দাস, রিডো বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ নাসির উদ্দিন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা মো. খলিলুর রহমান ও গীতা পাঠ করেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ সংকর রায়। পরে গ্রীন ডিজএবল ফাউন্ডেশনের ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনায় সাংষ্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোঃ জসিম উদ্দিন বলেন, সমাজ পরিবেশ ও মানুষের কল্যাণে যে কোন কাজ করাই সমাজসেবা। আমাদের সবাইকে সমাজের উন্নয়নে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
সরকারের সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বৃহৎ কার্যক্রম বাস্তবায়ন করছে উল্লেখ করে সভায় বক্তারা বলেন, বর্তমানে বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলাভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা ছাড়াও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি,অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ ভাতা ও শিক্ষা উপবৃত্তি ও হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ ভাতা ও শিক্ষা উপবৃত্তি কার্যক্রম চালু রয়েছে।
সিলেট জেলায় ১ লক্ষ ৮হাজার ৯২ জন বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলাভাতা ৪৫ হাজার ১৩১জন, প্রতিবন্ধী ভাতা ৪৭ হাজার ৯’শ জন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ১ হাজার ৭০৩ জন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫’শ ৪১ জনকে বিশেষ ভাতা ও ৩শ জনকে শিক্ষা উপবৃডল্ট, বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১জনকে বিশেষ ভাতা ১জনকে শিক্ষা উপবৃত্তি, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫জনকে বিশেষ ভাতা, ১৮জনকে শিক্ষা উপবৃত্তি কার্যক্রম চালু রয়েছে।
চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ৪ হাজার ৭শত ১৯ জনকে এককালীন ভাতা। ২০২২-২৩ অর্থবছরে ১২১ জন ভিক্ষুককে পূর্নবাসন,ক্যান্সার, কিডনি লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৭২৪জনকে ৫০ হাজার করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
তাছাড়া ৬৮জন চা শ্রমিকদের আবাসন নির্মাণে উদ্যোগ গ্রহণ করে ইতোমধ্যে ৫৫ টি ঘর হস্তান্তর করা হয়েছে বাকি ১৩টি ঘরের নির্মাণ কাজ চলছে। সিলেট জেলায় মোট ২ লক্ষ ৯ হাজার ৩শ ২৪জন সমাজসেবার উপকারভোগী রয়েছেন বলে জানানো হয়।