ফরিদপুরের জনসভায় শেখ হাসিনা
অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের কোনো উন্নয়নই করেননি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৪, ৫:৫৯:৫৭ অপরাহ্ন

ডাক ডেস্ক : আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকে আবারও ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নৌকায় বিশ্বাস রাখুন, নৌকাই দেবে উন্নয়ন ও সমৃদ্ধি।
গতকাল মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।
অস্ত্রের জোরে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের কোনো উন্নয়নই করেননি বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমি দুর্নীতি করতে আসিনি, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে এসেছি। আমি শেখ মুজিবের মেয়ে। এ জাতি কারো কাছে মাথা নত করবে না।’ নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই নৌকা নুহ নবীর নৌকা।
মহাপ্লাবন থেকে নুহ নবীর নৌকাই আমাদের রক্ষা করেছিল। স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকাকে বিজয়ী করুন।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কেউ কেউ টাকা ছড়াচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা ব্যবসা-বাণিজ্য করার ব্যাপক সুযোগ সৃষ্টি করে দিয়েছি।
অনেককে একেবারে সেই বলতে গেলে নর্দমা থেকে টেনে তোলা হয়েছে। তাদের পয়সা বানানোর, ব্যবসা-বাণিজ্য করার সুযোগ দিয়েছি; মিডিয়া চালানোর সুযোগ দিয়েছি। এখন তারা টাকা ছড়ায়; তারা মনে করে, টাকা দিয়েই সব কেনা যাবে।’
শেখ হাসিনা বলেন, ‘আমি এই টাকাওয়ালাদের টাকা ছড়ানো… খুব ভালো কথা, টাকা তারা ছড়াক। কারণ যত টাকা বানিয়েছে কিছু যাবে জনগণের হাতে।
তবে একটা কথা স্মরণ করাতে চাই, ওই টাকা দিয়ে মানুষ কেনা যায় না, টাকা দিয়ে ফরিদপুরের জনগণকে কিনতে কেউ পারে নাই, পারবে না। ফরিদপুরের মাটি নৌকার ঘাঁটি।’
প্রায় ৪০ মিনিটের বক্তব্যে তাঁর সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফের সঞ্চালনায় আরো বক্তব্য দেন ফরিদপুর-১ আসনে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান প্রমুখ।
‘এইবারে ইলেকশনে ছক্কা মেরে দিয়ো’
প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার এক পর্যায়ে ক্রিকেটার সাকিব আল হাসানকে দেখিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমাদের একটা রত্ন আছে, এই রত্নটা ক্রিকেটরত্ন। মাগুরা-১ আসনে এবার আমরা নমিনেশন দিয়েছি—সাকিব আল হাসান । সে বলছে, বক্তৃতা দিতে পারে না। আমি বলেছি, বক্তৃতা দেওয়ার দরকার নেই। তুমি খালি বলবা যে তুমি ছক্কা মারতে পারো, আর বল করে উইকেট ফেলে দিতে পারো—তাহলেই হবে। এইবারে ইলেকশনে ছক্কা মেরে দিয়ো।’