ভোটার ৩ লাখ ৮৬ হাজার
সিলেট-৩ আসনে হাবিব ও দুলালের মধ্যে লড়াই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৪, ৮:৩২:০৭ অপরাহ্ন
জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা থেকে : আর মাত্র ৩ দিন পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সারাদেশের ন্যায় সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জমে উঠেছে ভোটের লড়াই। শেষ মুহূর্তের প্রস্তুতিতে সময় ব্যয় করছেন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা। আসনের প্রতিটি হাট-বাজার, রাস্তা-ঘাট, ওলি-গলিতে সয়লাব হয়েছে ব্যানার, পোস্টার ও লিফলেটে।
মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। তবে প্রচার প্রচারণায় ধীরে হলেও পিছিয়ে নেই জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক।
সিলেট-৩ আসনে মোট প্রার্থী ৭ জন। এদের মধ্যে বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল (ট্রাক) , জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক (লাঙ্গল), এনপিপি’র আনোয়ার হোসেন আফরোজ (আম), ইসলামী ঐক্যফ্রন্টের শেখ জাহেদুর রহমান (মোমবাতি), ইসলামী ঐক্যজোটের মইনুল ইসলাম (মিনার), স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম (ঈগল)।
নির্বাচনী মাঠে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে ডা, ইহতেশামুল হক চৌধুরী দুলাল ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে অতিকুর রহমান আতিক সরব রয়েছেন। দুপুর থেকে রাত পর্যন্ত ভোট চেয়ে ভোটাদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন তারা। হাট বাজার, পাড়া মহল্লায় পথসভা- উঠান বৈঠকে তুলে ধরছেন তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনা।
নৌকা প্রতীকে এমপি হাবিব দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনসম্মুখে তুলে ধরার মাধ্যমে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন এবং সিলেট-৩ আসনকে নান্দনিক এলাকা হিসেবে গড়ে তুলতে ভোটারদের সহযোগিতা কামনা করছেন।
স্বতন্ত্র প্রার্থী ডাঃ দুলালও ভোট সংগ্রহ করতে গিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরছেন এবং তাকে আগামী দিনের সিলেট-৩ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে ট্রাক মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও সভা, সমাবেশ চালিয়ে যাচ্ছেন।
নির্বাচনে নৌকা এবং ট্রাক এর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ভোটারদের ধারণা।
এই দু’প্রার্থী ভোটের মাঠে অনেক দূর এগিয়ে গেলেও পিছিয়ে রয়েছেন জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক। সিলেট-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৪১২ জন।
এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ১৪২ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯০ হাজার ২৬৯ জন, তৃতীয় লিঙ্গ ১ জন।
নতুন ভোটার ৬৪ হাজার ১১৯ জন। দক্ষিণ সুরমায় ২ লাখ ৪২ হাজার ৪৯২ জন, বালাগঞ্জে ৯৪ হাজার ৮৩৬ জন, ফেঞ্চুগঞ্জে ৮৭ হাজার ২৪ জন এবং সিলেট সিটির ৬টি ওয়ার্ডে ৩৬ হাজার ৭২৮ জন ভোটার ৭ জানুয়ারি ১৫১টি কেন্দ্রের মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।