সাবেক সিসিক কাউন্সিলর গফফার দিলিপ আর নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৪, ১:২২:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নগরের পূর্ব দরগাহ গেইট চন্দনটুলা নিবাসী, আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল গফফার দিলিপ আর নেই। গতকাল শনিবার সকাল পৌনে দশটায় নগরের একটি বেসরকারি হসপিটালে তিনি ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহিওয়াইন্নাইলাইহিরাজিউন।
তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী খালেদা সুলতানা হেপি, দুই কন্যা তৃষিতা ফারজানা গফফার মুমু ও ডা. সোহানা শামন্তি জালাল, লন্ডন প্রবাসী একমাত্র পুত্র মোহাম্মদ সিফাত গফফার দিপ, ৪ বোন ও ১ ভাই, বহু আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আজ শনিবার বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে জানাজা শেষে দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হবে।
চন্দনটুলার ( চয়ন-১৩) স্থায়ী বাসিন্দা আব্দুল গফফার দিলিপ ১৯৫২ সালের ১১ মার্চ জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল জব্বার ও মাতা জয়নব বিবি। তিনি রাজনীতির বাইরে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। বেশ কিছু দিন অসুস্থ থাকায় নিজ বাসায়ই চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে হসপিটালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার সকালে তিনি না ফেরার দেশে চলে যান।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, সাবেক সিটি কাউন্সিলর হাজী আব্দুল গফফার দিলিপের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।