ব্যালট বিতরণ হবে রাত ৩টায়
সিলেট বিভাগের ১৯ আসনে ভোটার ৭৮ লাখ ৫৪ হাজার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৪, ১:৩৫:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শনিবার রাত পোহালেই পরদিন রোববার বহুল প্রতীক্ষিত আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরইমধ্যে নির্বাচন কমিশন ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। সারাদেশের মত সিলেট বিভাগের ১৯টি আসনেও চলছে শেষমুহর্তের প্রস্তুতি। আজ শনিবার ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণের সরঞ্জামাদি পৌছে যাবে। তবে ব্যালট পেপার পৌছুবে ভোটের দিন (রোববার) ভোররাত অর্থাৎ- শনিবার দিবাগত রাত ৩টায় নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইটিং অফিসারদের কাছে। এবার সিলেট বিভাগের ১৯ আসনে ৭৮ লাখ ৫৪ হাজার ৫শ ৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
দ্বাদশ সংসদ নির্বাচনের সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, ভোটের দিন (রোববার) ভোররাত অর্থাৎ- শনিবার দিবাগত রাত ৩টায় নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট পেপার বিতরণ কার্যক্রম শুরু হবে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন জানিয়েছেন- সিলেট-১ আসনের কেন্দ্রগুলোর ব্যালট পেপার নির্ধারিত সময়ে (রাত ৩টা থেকে) সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ কার্যক্রম শুরু হবে। এছাড়া সিলেটের প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (সহকারী রিটার্নিং কর্মকর্তা) রোববার ভোররাত ৩টায় ব্যালট সংরক্ষণ করে রাখা স্থান থেকে বিতরণ কার্যক্রম শুরু করবেন এবং এ কার্যক্রম পর্যবেক্ষণের জন্য স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানাবেন।
সিলেটের ছয়টি আসনে মোট ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯২ হাজার ৩৯৫ ও মহিলা ভোটার রয়েছেন ১৩ লাখ ২২ হাজার ৯২৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন। এবারের নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে এক হাজার ১৩টি ও ভোট কক্ষ রয়েছে ছয় হাজার ছয়টি।
সিলেটের ছয়টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে সিলেট-১ আসনে। সিলেট সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ড, সাত ইউনিয়ন ও একটি ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ে গঠিত সিলেট-১ আসন। এই আসনে স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ২১৫টি। এর মধ্যে মহানগরীতে ১৫২টি ও ইউনিয়নে আরও ৬৩টি স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে ভোটার রয়েছেন ছয় লাখ ৩৪ হাজার ২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার তিন লাখ ৩০ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটার রয়েছেন তিন লাখ ৩১ হাজার ৮১ জন।
বিশ্বনাথ আর ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসন। এই দুই উপজেলায় রয়েছে ১৬টি ইউনিয়ন। এর মধ্যে বিশ্বনাথে আটটি ও ওসমানীনগরে রয়েছে আটটি ইউনিয়ন। এই আসনে ভোটকেন্দ্র রয়েছে ১২৮টি। এর মধ্যে বিশ্বনাথ উপজেলায় স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ৭৪টি ও ওসমানীনগরে রয়েছে ৫৩টি। ওসমানীনগরে রয়েছে অস্থায়ী ভোটকেন্দ্র আরও একটি। এ আসনে ভোটার রয়েছেন তিন লাখ ৪৪ হাজার ৭২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৬ হাজার ১৪৭ এবং নারী ভোটার এক লাখ ৬৮ হাজার ৫৮২ জন।
সিসিকের নয় ওয়ার্ড, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসন। এই আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৫১টি। এর মধ্যে সিসিকের ওয়ার্ডগুলোতে রয়েছে ১৬টি ভোটকেন্দ্র, দক্ষিণ সুরমা উপজেলায় রয়েছে ৬৩টি, ফেঞ্চুগঞ্জ উপজেলায় রয়েছে ৩৬টি ও বালাগঞ্জ উপজেলায় রয়েছে আরও ৩৬টি ভোটকেন্দ্র। এ আসনে ভোটার আছেন তিন লাখ ৮৬ হাজার ৪১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৬ হাজার ১৪২ জন এবং মহিলা ভোটার এক লাখ ৯০ হাজার ২৬৯ জন। এ আসনে তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন।
কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত সিলেট-৪ আসন। এখানে ২৫টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে কোম্পানীগঞ্জে রয়েছে ছয়টি, গোয়াইনঘাটে ১৩ ও জৈন্তাপুরে রয়েছে আরও ছয়টি ইউনিয়ন। এই তিন উপজেলায় ১৬৯টি স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে ভোটার সংখ্যা চার লাখ ৭৫ হাজার ১২১। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪৬ হাজার ১০৭ ও নারী ভোটার দুই লাখ ২৯ হাজার ১৩ জন। এ আসনে তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন।
কানাইঘাট ও জকিগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৫ আসন। ৯টি করে দুই উপজেলায় রয়েছে ১৮টি ইউনিয়ন। এখানে ভোটকেন্দ্র রয়েছে ১৫৮টি। এর মধ্যে কানাইঘাটে রয়েছে ৮১টি ও জকিগঞ্জ রয়েছে ৭৭টি স্থায়ী ভোটকেন্দ্র। এ আসনে ভোটার রয়েছেন চার লাখ ২২ হাজার ৯৯ জন।
বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৬ আসন। এখানে ভোটকেন্দ্র রয়েছে ১৯২টি। এ আসনে ভোটার রয়েছেন চার লাখ ৭২ হাজার ৭৪৯ জন।
সিলেট জেলার ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন। ৩৫ জন প্রার্থী থাকলেও একজন নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং এক প্রার্থী অন্যজনকে সমর্থন দেওয়ায় শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩৩ জন।
অন্যদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জে ২ লাখ ৭৫ হাজার ৩৬৬ জন নতুন ভোটার বৃদ্ধি পেয়েছে। একাদশ নির্বাচনে ছিল ১৪ লাখ ২৬ হাজার ৩৭৯ জন। ২০২৩ সালের দ্বাদশ নির্বাচনে নারী পুরুষ মিলে জেলায় মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ১ হাজার ৭৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৫৯ হাজার ৫২২ জন, নারী ভোটার ৮ লাখ ৪২ হাজার ২১০ এবং হিজড়া ভোটার ১৩ জন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে সর্বশেষ তথ্য অনুসারে আসন ভিত্তিক দেখা যায়, হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩১হাজার ৪২২জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ৮৭৬ জন, মহিলা ভোটার ২ লাখ ১৩ হাজার ৫৪৪ জন এবং হিজড়া ২জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৭টি।
হবিগঞ্জ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩লাখ ৬৮হাজার ৩৩৪জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৮৬হাজার ১৪৬জন, মহিলা ভোটার ১লাখ ৮২হাজার ১৮৮জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৫০টি।
হবিগঞ্জ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩লাখ ৮৯ হাজার ৬৮১জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭হাজার ৬১৬ জন, মহিলা ভোটার ১লাখ ৯২হাজার ৫৫জন এবং হিজড়া ১০জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৩১টি।
হবিগঞ্জ-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২হাজার ৩০৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ২লাখ ৫৭হাজার ৮৮৪জন, মহিলা ভোটার ২লাখ ৫৪হাজার ৪২৩জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৭৭টি।
অপরদিকে সুনামগঞ্জ জেলার ৫টি নির্বাচনী এলাকায় মোট ভোটার ১৯ লাখ ৩৯ হাজার ৫৬৯ জন। এরমধ্যে পুরুষ নয় লাখ ৮৬ হাজার ৭৮৯ এবং মহিলা নয় লাখ ৫২ হাজার ৭৭৭ জন। মৌলভীবাজারের ৪টি আসনে ১৫ লাখ ১৬ হাজার ৬১১ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার রয়েছেন ৭ লাখ ৬৯ হাজার ৯৪৯ জন এবং নারী ৭ লাখ ৪৬ হাজার ৬৫৭ জন।