ছাতকের কৈতক পয়েন্টে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৪, ১:৩৯:৫৩ অপরাহ্ন
জাউয়াবাজার (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকের কৈতক-কামারগাঁও সড়কে দুর্ঘটনায় কামাল হুসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কৈতক পয়েন্ট সংলগ্ন স্থানে কাভার্ড ভ্যানের চাপায় তিনি প্রাণ হারান।
কামাল হুসেন জাউয়াবাজার ইউনিয়নের কৈতক দৌলতপুর গ্রামের মৃত দুদু মিয়ার পুত্র। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্র থেকে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে খিদ্রাকাপন মামার বাড়ি থেকে মায়ের সাথে বাড়ি ফিরছিলেন। কৈতক পয়েন্ট সংলগ্ন স্থানে আসামাত্র কামারগাঁওগামী প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির সিমেন্টবাহী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ১১-২৭২০) চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আকরাম আলী মরদেহটি উদ্ধার করেন। ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। গতকাল এশার নামাজের পর দৌলতপুর পঞ্চায়েতি করবস্থানে কামাল হোসেনের মরদেহ দাফন করা হয়।