ট্রাক মার্কার জয় হবেই : ডা. দুলাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৪, ১:৪৭:৩৯ অপরাহ্ন
সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব এবং বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, ‘ভোটাররা সজাগ থাকুন। ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়ে গেছে। কিন্তু জনগণের শক্তিই বড় শক্তি। যত প্রভাবশালীই হোন না কেন জনগণের বিপক্ষে গিয়ে জয়ী হতে পারবেন না।’
তিনি আরও বলেন, ‘আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন। ট্রাক মার্কায় ভোট দেবেন। আপনারা পাশে থাকলে ট্রাক মার্কার বিজয় কেউ ঠেকাতে পারবে না।
গত বৃহস্পতিবার দিনব্যাপী দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ভোটারদের প্রতি ডা. দুলাল বলেন, ‘আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন। আমার কথায় নয়, যাকে আপনার বিবেচনায় যোগ্য মনে হয়, তাকেই ভোট দেবেন। কিন্তু একটা বিষয় সজাগ থাকবেন কেউ যেন আপনার ভোট কারচুপি করতে না পারে। প্রশাসন সরকারি দলের প্রার্থীর পক্ষে। আমার পক্ষে আমার জনগণ। প্রত্যেক ভোটার আমার এজেন্ট, আমার প্রতিনিধি এবং আমার ভোটের রক্ষক।’
সিলেট-৩ আসনের ভোটার এবং সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে আমার কর্মী-সমর্থকদের কিভাবে হয়রানী করা হয়েছে। আমার প্রচার কাজে কিভাবে বাঁধা দেওয়া হয়েছে। এমনকি আমার সভায় হামলা করা হয়েছে। এসবের প্রতিকার চেয়েও আমি পাইনি। এর বিচারের ভার আমি এই আসনের মানুষের ওপর ছেড়ে দিয়েছি।’
ইহতেশামুল হক চৌধুরী আরও বলেন, ‘শুধু প্রশাসন নয় অনেক প্রভাবশালী নৌকার প্রার্থীর পক্ষে কাজ করছেন। কিন্তু আমি বিশ্বাস করি এই আসনের আবালবৃদ্ধবনিতা, তরুণ সমাজ তাদের ভোটের মাধ্যমেই তাদের সেবক নির্বাচিত করবেন। গতকালও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ভোট যেন সংঘাতপূর্ণ না হয়, জনগণ যাকে ভোট দেবে তিনিই নির্বাচিত হবেন। কোনো কারচুপি চলবে না।” অথচ এই আসনে নৌকার প্রার্থী প্রধানমন্ত্রীর কোনো কথায়ই মানছেন না। কোনো নির্দেশনা মানছেন না। কিন্তু আমি আমার নেত্রীর কথায় বিশ্বাস করি। সুতরাং জনগণ ট্রাক মার্কার পক্ষে আছেন তাই আমাদের জয় হবেই ।
ভোটের দিন নিরপেক্ষ ও যথাযথ ভূমিকা পালনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ডা. দুলাল বলেন, ‘জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলবেন না। যদি অন্যায়ভাবে কিছু করেন তা হলে এর ফল ভালো হবে না। সিলেট আধ্যাতিœক নগরী। শাহজালালের (র:) মাটি। এখানে অন্যায় করে কেউ কোনোদিন পার পায়নি। যে বা যারা অপকর্মের চেষ্টা করবেন তারাও পার পাবেন না। সুতরাং সবাই সতর্ক থাকবেন।’
নির্বাচনী সভায় উপস্থিত হয়ে সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী বলেন, ডা. দুলাল আমার ভাগিনা, আমি তাকে চিনি। সে সৎ লোক। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে খুবই স্নেহ করেন। দুলাল এমপি হলে এই এলাকায় ব্যাপক উন্নয়ন হবে।
ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল এদিন দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার, দাউদপুর, জালালপুর ও বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহিদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল জব্বার জলিল, আওয়ামী লীগ নেতা সৈয়দ শামীম, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শাইস্তা, নেসারুল হক চৌধুরী বুস্তান, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ জুবেরী সাদ, যুবলীগ নেতা নন্দন চন্দ্র পাল, রুমেল আহমদ মেম্বার প্রমুখ।-বিজ্ঞপ্তি