সিলেটের ৪ কেবিনেট মন্ত্রী ভোট দেবেন যেসব কেন্দ্রে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ৪:৪১:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট অঞ্চলে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদের ৪ জন কেবিনেট মন্ত্রী। মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সিলেট-৪ আসনে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, সুনামগঞ্জ-৩ আসনে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং মৌলভীবাজার-১ আসনে লড়ছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন।
ভোটের দিন সিলেট-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ভোট দিবেন সকাল ১০টায় নগরীরর বন্দরবাজারস্থ দুর্গাকুমার পাঠশালায়।
সিলেট-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী এবং প্রবাসী ও বৈদেশিক কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ সকাল ৮টায় জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর ভোটাধিকার প্রয়োগ করবেন।
সুনামগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী এবং পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সকাল ৯টায় শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এবং
মৌলভীবাজার-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বড়লেখা উপজেলার সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টায় তাঁর ভোটাধিকার প্রয়োগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।