বিমানবন্দর ও দক্ষিণ সুরমা থানায় বিএনপির ১৯৬ জনের বিরুদ্ধে মামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ৪:৪৫:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমায় একটি চলন্ত ট্রাকে আগুন এবং আম্বরখানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ১৯৬ জনের নামে মামলা করেছে পুলিশ।
গতকাল শনিবার বিমানবন্দর থানায় ১৭১ জন এবং দক্ষিণ সুরমা থানায় ২৫ জনের নামে এই মামলা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, গত শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমায় একটি চলন্ত ট্রাকে আগুন দেয়ার ঘটনায় ২৫ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে দক্ষিণ সুরমা থানায় মামলা করা হয়েছে।
অপরটি নগরীর আম্বরখানা এলাকায় বিএনপির ককটেল বিস্ফোরণের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এজহারনামীয় ২১ জন ও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবারের ঘটনায় গ্রেপ্তারকৃত ৪ জন ও সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীকে আসামি করা হয়েছে।
শুক্রবার গ্রেফতার জেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক জালাল খাঁন, সিলেট মহানগর বিএনপি নেতা আলী হায়দার মজনু, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা জেবুল আহমদ ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলীকে এ মামলায় আসামী দেখানো হয়েছে।
একটি সূত্র জানায়, শুক্রবারের কর্মসূচিতে বিএনপি’র অনেক কেন্দ্রীয় এবং জেলা ও মহানগরের অনেক শীর্ষ নেতা উপস্থিত থাকলেও কেবল আসামী করা হয়েছে জেলা সভাপতিকে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মামলা হয়েছে শুনেছি। তবে আমি যে আসামি, সেটা জানি না। আমরা তো রাজনৈতিক কর্মসূচি পালন করি।’