৫টিতে নতুন মুখ ॥ স্বতন্ত্র ৪টি ॥ বিশাল ব্যবধানে জিতলেন চার মন্ত্রী
সিলেট বিভাগের ১৫ আসনে নৌকা জয়ী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৪, ২:২৩:১২ অপরাহ্ন
মোহাম্মদ সিরাজুল ইসলাম/ আনাস হাবিব কলিন্স
সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ১৫টিতে নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি ৪টি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে তিনজনই আওয়ামী লীগ এবং অপরজন ইসলামী ঘরনার। সিলেট জেলার ৬ আসনে ২৯.৪৬ ভাগ ভোট পড়েছে বলে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শেখ রাসেল হাসান জানিয়েছেন।
নতুন মুখ ৫ জন : এবার এ বিভাগে আওয়ামী লীগে নতুন মুখ বিজয়ী হয়ে এসেছেন ৫ জন। তারা হলেন-মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সুনামগঞ্জ-১ আসনে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার, সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিক, মৌলভীবাজার-৩ আসনে শিল্পপতি মো: জিল্লুর রহমান এবং হবিগঞ্জ-২ আসনে এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুহেল। নতুন মনোনয়নপ্রাপ্তদের মধ্যে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সহোদর চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) পরাজিত হয়েছেন।
বিজয়ী হয়েছেন ৪ কেবিনেট মন্ত্রী : বিজয়ীদের মধ্যে বর্তমান কেবিনেটের চারজন মন্ত্রী বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। তারা হলেন-সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-৪ আসনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, সুনামগঞ্জ-৩ আসনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং মৌলভীবাজার-১ আসনে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন। তবে, হবিগঞ্জ-৪ আসনে সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমনের কাছে ধরাশায়ি হয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী।
সিলেটে ৫টিতে আ’লীগ, একটিতে স্বতন্ত্র জয়ী
সিলেটের ৬ আসনের মধ্যে ৫টিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। গতকাল রোববার (৭ জানুয়ারি) রাত ১১টায় সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বিজয়ীদের নাম ঘোষণা করেন।
সিলেট-১: ঘোষিত ফলাফল অনুযায়ী সিলেট-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা ফয়জুল হক মিনার প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৯৩ ভোট। এছাড়া এই আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইউসূফ আহমদ (আম) ৯৬৩ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আবদুল বাছিত (ছড়ি) ৯০৭ ভোট ও বাংলাদেশ কংগ্রেসের সোহেল আহমদ চৌধুরী (ডাব) ৪৫০ ভোট পেয়েছেন। এই আসনে শতকরা ভোট প্রয়োগের হার ১৯.৩০ ভাগ।
সিলেট-২ আসন: আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী (নৌকা) ৭৮ হাজার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহিবুর রহমান (ট্রাক) পেয়েছেন ১৬ হাজার ৬৬১ ভোট। এছাড়া, জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী (লাঙ্গল) ৬ হাজার ৮৭৪ ভোট, গণফোরামের মোকাব্বির খান (উদীয়মান সূর্য) ১ হাজার ৯২২ ভোট, তৃণমূল বিএনপির মো. আবদুর রব (সোনালী আঁশ) ৯৪৪ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মনোয়ার হোসাইন (আম) ২৫৩ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির (ডাব) ১৮৫ ভোট পেয়েছেন। এই আসনের শতকরা ভোট প্রয়োগের হার ৩০.৯৯ ভাগ।
সিলেট-৩ আসন: আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব ৭৯ হাজার ৬৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএ’র কেন্দ্রীয় মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল (ট্রাক) পেয়েছেন ৩৫ হাজার ৮৩৬ ভোট। এছাড়া জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল) ৪ হাজার ২৬৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম (ঈগল) ১৩৩ ভোট, ইসলামী ঐক্যজোটের মো. ময়নুল ইসলাম (মিনার) ২০৩ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শেখ জাহেদুর রহমান মাসুম (মোমবাতি) ৫৬০ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনোয়ার হোসেন আফরোজ (আম) ২২০ ভোট পেয়েছেন। এই আসনের শতকরা ভোট প্রয়োগের হার ৩১.৬৫ ভাগ।
সিলেট-৪: নৌকা প্রতীকে ২ লাখ ৭ হাজার ৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির আবুল হোসেন (সোনালী আঁশ) পেয়েছেন ৪ হাজার ১১ ভোট। এছাড়া ইসলামী ঐক্যজোটের নাজিম উদ্দিন কামরান (মিনার) ৩ হাজার ৫২ ভোট পেয়েছেন। এই আসনের শতকরা ভোট প্রয়োগের হার ৪৫.৭০ ভাগ।
সিলেট-৫: কেটলি প্রতীকে ৪৭ হাজার ১৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী, আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (র.) এর ছেলে ও আঞ্জুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ নৌকা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৯৭৩ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আহমদ আল কবীর (ট্রাক) পেয়েছেন ২০ হাজার ২৩০ ভোট, তৃণমূল বিএনপির কুতুব উদ্দিন সিকদার (সোনালী আঁশ) ২ হাজার ২০৭ ভোট, জাতীয় পার্টির শাব্বীর আহমদ (লাঙ্গল) ১২৪ ভোট ও বাংলাদেশ কংগ্রেসের মো. বদরুল আলম (ডাব) ১৫৯ ভোট পেয়েছেন। এই আসনের শতকরা ভোট প্রয়োগের হার ২৫.৯৬ ভাগ।
সিলেট-৬: ৫৭ হাজার ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী, কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন (ঈগল) ৩৯ হাজার ৪৮৮ ভোট। এছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী (সোনালী আঁশ) ১০ হাজার ৯৩৬ ভোট, জাতীয় পার্টির মো. সেলিম উদ্দিন (লাঙ্গল) ৫ হাজার ৫৭৯ ভোট ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আতাউর রহমান (ছড়ি) ১৬৯ ভোট এবং ইসলামী ঐক্যজোটের সাদিকুর রহমান (মিনার) পেয়েছেন ৬২২ ভোট। এই আসনের শতকরা ভোট প্রয়োগের হার ২৪.৬৯ ভাগ।
সুনামগঞ্জে ৪টিতে আ’লীগ, একটিতে স্বতন্ত্র জয়ী
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জানান, সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে ৪টিতেই নৌকা প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন। শুধুমাত্র সুনামগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেনগুপ্তা কাচিঁ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
গতকাল রোববার দিনগত রাত পৌণে ১টায় সুনামগঞ্জের রিটার্নিং অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী এ ফলাফল ঘোষণা করেছেন।
সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-মধ্যনগর-ধর্মপাশা-তাহিরপুর): আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রনজিত চন্দ্র সরকার নৌকা প্রতীকে এক লাখ ১৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন কেটলি প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৩১৩ ভোট। এ আসনে প্রদত্ত শতকরা ভোটের হার ৪২ দশমিক ৫৫ শতাংশ।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা): এ আসনে স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেনগুপ্তা কাঁচি প্রতীকে ৬৭ হাজার ৭৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) নৌকা প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৬৭২ ভোট।
এ আসনে দুটি উপজেলায় ১১১টি কেন্দ্রে মোট ২ লাখ ৮৪ হাজার ৮৯৩ জন ভোটার। ১১১টি কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্রের ফলাফল বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বন্ধ ৩টি কেন্দ্রে মোট ভোটার ৯ হাজার ৫৭ জন। এ আসনে প্রদত্ত শতকরা ভোটের হার ৪৫ দশমিক ১৬ শতাংশ।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ): আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (নৌকা) প্রতীকে ১ লাখ ২৬ হাজার ৯৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি শাহিনুর পাশা চৌধুরী (সোনালী আঁশ) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৫ ভোট। এ আসনে ১৪৫ টি কেন্দ্রে মোট ৩ লাখ ৪৪ হাজার ৬৫৩ জন ভোটার। এ আসনে প্রদত্ত শতকরা ভোটের হার ৩৮ দশমিক ৭৮ শতাংশ।
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ^ম্ভরপুর): এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাদিক (নৌকা) প্রতীকে ৯০ হাজার ৩৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বর্তমান এমপি পীর ফজলুর রহমান (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৭১৮ ভোট। এ আসনে ১১২ টি কেন্দ্রে মোট ৩ লাখ ৪১ হাজার ৮২৯ জন ভোটার। এ আসনে প্রদত্ত শতকরা ভোটের হার ৩৬ দশমিক ৩৫ শতাংশ।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা বাজার) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি মুহিবুর রহমান মানিক (নৌকা) প্রতীকে ১ লাখ ১৯ ৪০৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী ঈগল প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৮৮৮ ভোট। এ আসনে ১৬৪ টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৯৯ জন। এ আসনে প্রদত্ত শতকরা ভোটের হার ৪৩ দশমিক ৮০ শতাংশ।
মৌলভীবাজারের ৪ আসনেই নৌকার জয়
মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৪টি আসনেই নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনে নৌকার প্রার্থী, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দীন ১,৩৬,৩০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমদ রিয়াজ উদ্দিন (লাঙ্গল) ৩০৯৮ ভোট পেয়েছেন।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল ৭২৭১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম শফি আহমদ সলমান (ট্রাক) ১৫৫৫২ ভোট পেয়েছেন। অপর প্রার্থীদের মধ্যে-এম এম শাহীন (সোনালী আঁশ) ১১৪৪৯, মো: আব্দুল মতিন (কাঁচি) ৬৬৮, আব্দুল মালিক (লাঙ্গল) ৫৬৫, আসলাম হোসাইন রাহমানী ৩৬৬, এনামুল হক মাহতাব ৩০৫ ও বিকল্প ধারার মো: কামরুজ্জামান সিমু ১৬১ ভোট পেয়েছেন।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান ১,৬৭৮৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থীর মধ্যে-আলতাফুর রহমান (লাঙ্গল) ২৬৫৮, আব্দুল মোসাব্বির (মশাল) ২২৪৬, তাপস কুমার ঘোষ (হাতুড়ি) ১২৭৮, ফাহাদ আলম (ছড়ি) ৯৪০, মো: আব্দুর রউফ (মোমবাতি) প্রতীকে ৭৯৫ ও আবুবক্কর (আম) ৭০৪ ভোট পেয়েছেন।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নৌকার প্রার্থী মো: আব্দুস শহীদ ২১২৪৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আব্দুল মুহিত হাসানী (মোমবাতি) প্রতীকে ৫৩৯০, আনোয়ার হোসাইন (মিনার) ৫০৬৮ ভোট পেয়েছেন।
হবিগঞ্জে আ’লীগ ২ ও স্বতন্ত্র ২ প্রার্থী জয়ী
আমাদের হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জ জেলার ৪টি আসনের দুটিতে আওয়ামী লীগ ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
হবিগঞ্জ ১ (নবীগঞ্জ- বাহুবল) আসনে নির্বাচিত হয়েছেন সংরক্ষিত না’রী আসনের সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া (ঈগল)। তিনি পেয়েছেন ৭৫ হাজার ৫২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী (লাঙ্গল) পেয়েছেন ৩০ হাজার ৭০৩ ভোট।
হবিগঞ্জ-২ (বানিয়াচং -আজমিরগঞ্জ) আসনে নৌকা মার্কার ময়েজ উদ্দিন শরীফ ৯৯ হাজার ৯৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মজিদ খান এমপি (ঈগল) পেয়েছেন ৪৯ হাজার ৬০৬ ভোট।
হবিগঞ্জ ৩ (হবিগঞ্জ সদর- লাখাই -শায়েস্তাগঞ্জ) মোঃ আবু জাহির এমপি (নৌকা) ১ লক্ষ ২০ হাজার ৬০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী (লাঙ্গল) আব্দুল মুমিন চৌধুরী ভোট পেয়েছেন ৪ হাজার ৭৬ ভোট।
হবিগঞ্জ ৪ (চুনারুঘাট -মাধবপুর) আসনে সৈয়দ সায়েদুল হক সুমন (ঈগল মার্কা) ১ লক্ষ ৬৯ হাজার ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী (নৌকা) পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট।
সার্বিক ফলাফলের বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট চ্যাপ্টারের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, এমন ফলাফল প্রত্যাশিত ছিল। এ ধরণের একপেশে নির্বাচন আগামী প্রজন্মের জন্য খারাপ বার্তা বয়ে আনবে বলে তার মন্তব্য।